ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৬ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৫০,০০০-৭১,২০০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | অক্টোবর ৩, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ২৫, ২০২০ |
পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ীভিত্তিতে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত বয়সসীমা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
(খ) আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ‘জীবন বৃত্তান্ত ছক পূরণপূর্বক প্রয়ােজনীয় তথ্য ও সংযুক্তিসহ স্বাক্ষরযুক্ত আবেদন পত্র
ডাকযােগে অথবা সরাসরি আগামী ২৫-১০-২০২০ তারিখের মধ্যে সচিব, ওয়ারপাে, “ওয়ারপাে ভবন”, ৭২ গ্রীণরােড, ঢাকা-১২১৫ এই ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে। জীবন বৃত্তান্ত ছক ওয়ারপাে’র ওয়েবসাইটে (www.warpo.gov.bd) পাওয়া যাবে। উক্ত তারিখের পরে কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।
(গ) আবেদনপত্রের সঙ্গে নিম্নে বর্ণিত কাগজপত্রসমূহ সংযােজন করতে হবেঃ
১।
মহাপরিচালক ওয়ারপাে এর অনুকূলে যে কোন সিডিউল ব্যাংক হতে ক্রয়কৃত ৫০০/-(পাঁচশত) টাকার শুধুমাত্র MICR নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার (অফেরতযােগ্য)। সদ্য তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি। এস. এস. সি/সমমান সনদপত্র সহ সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। উচ্চতর ডিগ্রী/ডিপ্লোমা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত কপি। জীবন বৃন্তান্ত ছকের ৯ ও ১২ নং অনুচ্ছেদে উল্লিখিত নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ সম্বলিত জাতীয়তার সনদপত্রের মূল/সত্যায়িত কপি। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।। প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সাথে দাখিল করতে হবে।
১। মুখ বন্ধ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদন পত্র জমা দিতে হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সকল সত্যায়ন/প্রত্যয়ন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে লিখিত, মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২৫/১০/২০২০ তারিখে এই নিয়ােগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পার্শ্বে উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। ৫। চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তিপত্রসহ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
এক্ষেত্রে আবেদন পত্রের কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ প্রাপ্ত প্রার্থীর আবেদন করার প্রয়ােজন নেই।। ৮। কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগ প্রাপ্ত হলে কিংবা কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে
কর্তৃপক্ষ নিয়ােগ আদেশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।। ৯। কর্তৃপক্ষ যে কোন সময়ে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১০। আবেদনকারীগণকে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১)মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কম্পিউটার ও তথ্য), ওয়ারপাে, ঢাকা (নিয়ােগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অনুরােধ করা হলাে)।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।