ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | প্রতিদিন ৪০০ টাকা |
পদ সমূহঃ | পেইড পার ভলেনটিয়ার |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ২, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৭, ২০২০ |
ছেলে হােক, মেয়ে হােক, দুটি সন্তানই যথেষ্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পরিকল্পনা-১ শাখার ২৬/১১/২০১৯ খ্রিঃ তারিখের ৫৯.০০.০০০০.১৫২.১৪.০৪৩.২০১৭-১৯৯ নং স্মারকে “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে ২০১৯-২০ অর্থবছরে ছাগলনাইয়া উপজেলায় ২১ জন Paid Peer Volunteer নিয়ােগের প্রশাসনিক অনুমােদন প্রদান করা হয়েছে। সে আলােকে ২০১৯-২০ অর্থবছরে ছাগলনাইয়া উপজেলায় “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে Paid Peer Volunteer নিয়ােগের জন্য নির্দিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ছাগলনাইয়া, ফেনী ও সদস্য সচিব, নিয়ােগ কমিটি ক্লাবরে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের নিয়মাবলী : আগামী ২৭/০২/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়ােগ/বাছাই কমিটি ছাগলনাইয়া, ফেনী বরাবর নিম্নলিখিত তথ্যাদিসহ আবেদনপত্র জমা দিতে হবে। (ক) প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজী) (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্বামীর নাম (ঙ) ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের নাম (চ) বর্তমান ও স্থায়ী ঠিকানা (ছ) জন্মতারিখ (শিক্ষাগত যােগ্যতার সনদ অনুযায়ী) (জ) বয়স ৩০ (৩০/01/২০২০ খ্রিঃ তারিখে) (ঝ) জাতীয় পরিচয়পত্রের নম্বর (ঞ) মােবাইল নম্বর (ট) শিক্ষাগত যােগ্যতা। যােগ্যতা : ১। কর্ম এলাকার (ইউনিয়নের) স্থায়ী বাসিন্দা, বিবাহিতা মহিলা এবং কর্ম এলাকায় অবস্থান করা। ২। ন্যূনতম ৮ম শ্রেণি পাস। ৩। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী (যােগদানের সময় মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে)। ৪। সমাজকল্যাণমূলক কাজ করতে আগ্রহী। ৫। বয়স সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত (৩০/০১/২০২০ খ্রিঃ)। ৬। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৭। সন্তুষ্ট LARC & PM গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে। ৮। দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট দম্পতি অযােগ্য হিসাবে বিবেচিত হবেন। ৯। মুক্তিযােদ্ধা পােষ্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। শর্ত : ১। প্রার্থীর নিজ স্বাক্ষরিত আবেদনপত্র ২৭/০২/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (ছুটির দিন ব্যতীত)
বাহক অথবা ডাকযােগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ছাগলনাইয়া, ফেনীতে পৌছাইতে হবে। ২। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ ও প্রার্থীর স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে। ৩। নিয়ােগপ্রাপ্তদের Paid Peer Volunteer হিসাবে বছরভিত্তিক নবায়ন ও এডিপিতে অর্থ বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে
০১ (এক) বছর পর্যন্ত নিয়ােগ বহাল থাকবে। ৪। অর্পিত দায়িত্ব পালন এবং কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়ােগ বাতিল করতে পারবেন। ৫। স্বেচ্ছায় দায়িত্ব হতে অব্যাহতি চাহিলে কমপক্ষে ০১ (এক) মাস পূর্বে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ৬। অধিদপ্তর হতে সরবরাহকৃত পােশাক পরিধান করে কর্ম এলাকায় অবস্থান এবং কাজ করতে হবে। ৮। প্রার্থীদের আবেদনপত্র বাছাই করে যােগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার নিমিত্তে পরীক্ষার স্থান, তারিখ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ও সময়সূচী উল্লেখ পূর্বক তালিকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে। ৯। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এই নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১০। নিয়ােগ পাওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ইউনিয়নের ভিতরে যে কোন এলাকায় কাজ করতে হবে। ১১। নির্ধারিত কর্ম এলাকায় সপ্তাহে ৫ (পাঁচ) দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন ১৫-২০টি যুব দম্পতিদের কাউন্সেলিং করা। মাসে সর্বোচ্চ ২১-২২ দিন ফিল্ড ভিজিটক্লায়েন্ট রেফার করা।
(ডাঃ তাসলিমা আক্তার) মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ও
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
সদস্য সচিব।
Paid Peer Volunteer নিয়ােগ/বাছাই কমিটি ডিজি-২৬২/২০ (১১”x৪)
ছাগলনাইয়া, ফেনী।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।