ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৯ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২২,০০০-৫৩,০৬০/- |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | মার্চ ২, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ২৫, ২০২০ |
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের Centre for Cyclotron and Molecular Imaging-এর জন্য Establishment of Positron Emission Tomography-Computed Tomography (PET-CT) with Cyclotron facilities-93 olcu স্থাপিত মেশিন পরিচালনা ও রােগীদের প্রয়ােজনীয় সেবাদানের লক্ষ্যে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজিত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে
শর্তাবলীঃ ১|| আবেদনপত্র আগামী ২৫/০৩/২০২০ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি/রেজিষ্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিসযােগে সচিব,
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে। নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযােগে বা অন্য কোন ভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীগণকে খামের উপর প্রার্থীত পদের নামের পাশাপাশি ব্রাকেটে সুনির্দিষ্ট বিষয়ের নামও উল্লেখ করতে হবে। পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই। আবেদনপত্রের সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুকূলে অফেরৎযােগ্য ৫০০/-(পাঁচশত) টাকার পােষ্টাল অর্ডার/ব্যাংক
ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ৫। সরকারী/আধাসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের পদবী, বেতন স্কেল ও মূল বেতন উল্লেখপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
আবেদন করতে হবে। কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না। ৬। কমিশনের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা এ অফিসের website:
www.baec.gov.bd থেকে ডাউনলােড করা যাবে বা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রধান কার্যালয়ের নােটিশ বাের্ডেও
পাওয়া যাবে।। ৭। আবেদনপত্রের সাথে পােষ্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং সদ্য তােলা ০৩(তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি,
সকল পরীক্ষার মার্কসিট ও সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। প্রত্যেক প্রার্থীকে স্পষ্ট অক্ষরে বাংলায়
আবেদন করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৮। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় যথাসময়ে প্রবেশপত্র প্রেরণ করা
হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। লিখিত/মৌখিক পরীক্ষার সময়সূচী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের website: www.baec.gov.bd-এ প্রকাশ করা হবে। প্রত্যেক প্রার্থীকে আবেদন পত্রের সাথে ১০(দশ) টাকা মূল্যমানের ডাক টিকেটসহ তাঁর বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক ৯ ইঞ্চি লম্বা এবং ৪
ইঞ্চি প্রস্থ, সাইজের ০১(এক)টি ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। ১০। নিয়ােগের ক্ষেত্রে কোন প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। ১১। নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ১২। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাক/কুরিয়ার সার্ভিসযােগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।