ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩৫ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৮২৫০-২০০১০/= |
পদ সমূহঃ | অফিস সহায়ক |
আবেদন শুরুঃ | আগস্ট ৯, ২০২০ |
আবেদন শেষঃ | আগস্ট ৩১, ২০২০ |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং-৪৪.০০০০.০০.০৯৫.০২.০০১.২০২০,২০৪, তারিখঃ ২৪-০৩-২০২০ খ্রিঃ মােতাবেক পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকার নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সূর্যগ্রহণঃ কেনো হয়, কিভাবে হয়, কবে হবে ২০২০ সালে জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলী : ১। আবেদনপত্র আগামী ৩১-০৮-২০২০ খ্রিঃ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়) অতিঃ আইজি (টেলিকম), পুলিশ টেলিকম ভবন,
রাজারবাগ, ঢাকা-১২১৭ এর অফিসে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত এবং ত্রুটিপূর্ণ। অসম্পূর্ণ বা ভুল বা অসত্য তথ্য সম্বলিত আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযােগ্য নয়।
২। যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত ফরমেট/ছক অনুযায়ী স্বহস্তে লিখিত আবেদনপত্র অতিরিক্ত আইজি (টেলিকম), বাংলাদেশ পুলিশ,
পুলিশ টেলিকম ভবন, রাজারবাগ, ঢাকা-১২১৭ বরাবর প্রেরণ করতে হবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
৩। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন পূর্বক সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবী সীল
ও স্বাক্ষরসহ) সংযুক্ত করতে হবে।
ক, প্রার্থীর সদ্য তােলা ০৪ কপি পাসপাের্ট সাইজের ছবি (রঙিন), খ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, গ, নিজ
এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, ঘ, জাতীয় পরিচয় পত্র/ভােটার আইডি কার্ডের কপি (যদি থাকে)/জন্ম সনদ, উ, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রসহ অন্যান্য সনদপত্র।
৪। প্রার্থীকে খামের উপরে পদের নাম, নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। পদের নাম ও প্রার্থীর নাম, ঠিকানা (যে ঠিকানায় প্রার্থী
ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক) উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকার ডাকটিকেট সংযুক্ত ০১টি (১০”x ৪) সাইজের খাম আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
ক, ০৫-০৮-২০২০ খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তানদের বয়সসীমা
এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। থ, প্রার্থী নির্বাচনে সরকারী বিধি-বিধান অনুযায়ী মুক্তিযােদ্ধা কোটায় নিয়ােগ লাভে প্রত্যাশী প্রার্থীদেরকে কোটা পাবীর সমর্থনে সরকার কর্তৃক
ঘােষিত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদ/সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। গ. কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগদেশ বাতিলসহ তার বিরুদ্ধে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘ, আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গু, প্রার্থীকে লিখিত/মৌখিক/বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না । চ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক
পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না। ছ, আবেদনপত্রে কোন প্রকার সুপারিশ থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। জ, পরীক্ষার ফি বাবদ প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে অতিঃ আইজি (টেলিকম), বাংলাদেশ পুলিশ, পুলিশ টেলিকম ভবন, রাজারবাগ, ঢাকা
এর বরাবরে কোড *১-২২১১-০০০০-২০৩১ পরীক্ষা ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকার ট্রেজারী চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। ঝ, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে । ঞ. নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি বিধান অনুসরণ করা হবে। ট, নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।