ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অপ্রকাশিত |
---|---|
বেতন গ্রেডঃ | ৫০,০০০/- |
পদ সমূহঃ | ভাষা প্রশিক্ষক |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১২, ২০২১ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২৫, ২০২১ |
বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য দেশের বিভিন্ন জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (টিটিসি) জাপানিজ, ইংরেজি, কোরিয়ান ও চাইনিজ (ক্যান্টনিজ/ ম্যান্ডারিণ) ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন ভাষা প্রশিক্ষক নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের বিএমইটি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলােড করে তা পূরণপূর্বক স্ক্যান কপি [email protected] ই-মেইলে আগামী ২৫/০১/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এবং মূল কপি পরীক্ষার দিন সরাসরি হাতে হাতে জমা প্রদান করতে হবে। ই-মেইলে প্রেরণকৃত আবেদনপত্রের সাথে কোন কাগজপত্র সংযুক্ত করার প্রয়ােজন নেই।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শর্ত ও নিয়মাবলী : ১। আবেদনকারীকে মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে (বিএমইটি) বরাবর নির্ধারিত ফরমে আবেদন
করতে হবে। আবেদনপত্রে (১) পদের নাম (২) বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার নাম ও তারিখ (৩) প্রার্থীর নাম (৪) জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর (৫) জন্ম তারিখ (৬) জন্ম স্থান (জেলা) (৭) বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স (৮) প্রার্থীর পিতা/স্বামীর নাম (৯) মাতার নাম (১০) ঠিকানা (১১) যােগাযােগের মােবাইল/টেলিফোন নম্বর ও ইমেইল আইডি (১২) জাতীয়তা (১৩) জেন্ডার (১৪) ধর্ম (১৫) পেশা (১৬) শিক্ষাগত যােগ্যতা (১৭) সংশ্লিষ্ট ভাষার উপর
দক্ষতা লেভেল ও অতিরিক্ত যােগ্যতা (১৮) অভিজ্ঞতার বিবরণ (১৯) বৈবাহিক অবস্থা ইত্যাদি উল্লেখ করতে হবে। ২। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল
বলে গণ্য করা হবে। ৩। বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সর্বসাকুল্য সম্মানীতে জুন, ২০২১ খ্রিঃ সময়ের জন্য নিয়ােগ করা হবে। ৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৫। পরীক্ষা গ্রহণের দিন মূল আবেদনপত্রের সাথে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি (১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) | সংযুক্ত করে সরাসরি জমা প্রদান করতে হবে। (ক) সকল শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি।
(খ) সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ১ কপি ছবি। (গ) অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (ঘ) সংশ্লিষ্ট ভাষার
দক্ষতা পরীক্ষার সনদপত্রের ফটোকপি (ঙ) জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের ফটোকপি। ৬। সাক্ষাৎকার বাের্ডে উপস্থাপনের জন্য পরীক্ষা গ্রহণের দিন প্রার্থীকে অবশ্যই তার সকল সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আসতে হবে। ৭। আবেদনকারীর মােবাইল নম্বরে/ ই-মেইলে ইন্টারভিউ এর তারিখ ও স্থান যথাসময়ে মেসেজ এর মাধ্যমে জানানাে হবে। ৮। অংশগ্রহণকারীদের পরীক্ষার ফলাফল পরীক্ষা কেন্দ্রের নােটিশ বাের্ড/মােবাইল/ টেলিফোন/বিএমইটি’র ওয়েবসাইট | (www.bmet.gov.bd) এ জানানাে হবে। ৯। ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।। ১০। প্রার্থীকে ঢাকার বাহিরে যে কোন জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করতে আগ্রহী হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ই-মেইলে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।