ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১০২০০-২৪৬৮০/= |
পদ সমূহঃ | এসিস্ট্যান্ট ডাটাবেস এডমিনিস্ট্রেটর (৯ম গ্রেড) (২০১৮ সাল ভিত্তিক) |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ২৩, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ১১, ২০২০ |
২২ সেপ্টেম্বর,২০২০ নিয়োেগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সােনালী ব্যাংক লিমিটেড এ নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
৬. বয়স (০১/০৭/২০১৯ তারিখে) : ক) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
গ) বিভাগীয় প্রার্থীদের (সােনালী ব্যাংকে কর্মরত প্রার্থী) ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। ৭. আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় :১১/১০/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা। ৮. Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় :১৩/১০/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা। ৯. আবেদন ফি এর পরিমান: পরীক্ষার ফি অফেরতযােগ্য টা, ২০০/-(টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর
Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে। ১০. আবেদন পদ্ধতি: সরকারি-বেসরকারি চাকরির খবর অনলাইনে alljobscircularbd.com খুজুন এখানে..
ক. Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) -এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online এ আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। খ. প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে। | প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন। দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।