ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৯৬৭ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৮০,০০০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | নভেম্বর ৬, ২০২১ |
আবেদন শেষঃ | নভেম্বর ৩০, ২০২১ |
সিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানবকল্যান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগােষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। প্রধান কার্যালয় সহ সংস্থার আওতাধীন বর্ধিত এলাকার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমে দীর্ঘসময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যােগ্য, সৎ, কর্মঠ ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
চারীর সুবিধা সমূহ ১১ ও ১৩ নং পদে প্রাক প্রশিক্ষণ কালে তিন মাস ১৫০০০/= টাকা এবং তারপর অস্থায়ীকালীন ছয় মাস প্রতিমাসে ১৮০০০/=করে বেতন প্রদান করা হবে। ১৪ নং পদে প্রাক প্রশিক্ষণ কালে তিন মাস ১৩০০০/= টাকা এবং তারপর অস্থায়ীকালীন ছয় মাস প্রতিমাসে ১৬০০০/=করে বেতন প্রদান করা হবে। নিয়ােগপ্রাপ্ত পদমর্যাদা অনুযায়ী নিয়ােগকৃত কর্মীদের নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল,মােবাইল বিল ও আবাসিক সুবিধা দেয়া হবে। প্রার্থীদের শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে চাকুরীতে স্থায়ীনি করা হবে,চাকুরীতে স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট পিএফ, গ্রাচুয়িটি মঙ্গটনা কিকিল্যাণের সুবিধা,উৎসব বােনাস,মােটর সাইকেল স্কুণ, লেপটপ ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
আবেদনকারীকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার, চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি, সদ্যতােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি সহ সকল কাগজপত্রের সত্যায়িত ফুটোকপি এবং মােবাইল নম্বর সহ আগামী ৩০/১১/২০১১ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানাই স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি কুরিয়ার/ডাকযােগে পৌছাতে হবে। ০১ থেকে ০৯ নং পদে ২০০ টাকা, ১০ থেকে ১০ নং পদে ১০০ টাকা,SEHE9/ সিও,সােনালী ব্যাংক লিঃ, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২৪০৭০০১০৩৭০৭৪, অথবা SEHEO/সিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বরঃ ২০৫০১৭৫০১০০০৫৭০১২ এ রেজিষ্ট্রেশন ফি এর টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইন জমা পি আলেনের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে। পরীক্ষার সময় কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃবরাবর, পরিচালক- মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউজ রােড, চাকুলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০। নিয়ােগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo, পরীক্ষার জন্য মােবাইলের মাধ্যমে জানানাে হবে। যোগাযােগের মাধ্যমঃ মােৰাইলঃ ০১৯০৭-০৯৪০৫২১৯০৭-০৯৪০৫৩, টেলিফোন-০২৪৭৭৭৪৭০২৯ ০২৪৭৭৭৪৭০৩০। বিঃ দ্রঃ নিয়ােগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযোগ্য নয়। এবং চাকুরী পাওয়ার ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন করিবেন না, করিলে SEHEO/ সিও কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
আবেদন প্রক্রিয়াঃ | সরাসরি/কুরিয়ার/ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।