ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৮৫ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ২০,২৬৩/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ২৫, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ৮, ২০২০ |
রিসডা-বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র | বিনিয়ােগ কার্যক্রমসহ শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, সৌর বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন বিষয়ক, নারীর ক্ষমতায়ন, কৃষি সম্প্রসারণ, স্কুল ফিডিং, | মানবিক সহায়তা কর্মসূচীসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র বিনিয়ােগ কার্যক্রম এবং কৃষি কর্মসূচী সম্প্রসারণ এর লক্ষ্যে দক্ষ জনবল নিয়ােগের জন্য নিম্ন বর্ণিত পদে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
ক্ষুদ্র বিনিয়ােগ কার্যক্রম এবং কৃষি কর্মসূচী সম্প্রসারণ এর লক্ষ্যে দক্ষ জনবল নিয়ােগের জন্য নিম্ন বর্ণিত পদে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ১.] শাখা ব্যবস্থাপক- ১০জন ও শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর/সমমান। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন ২০,২৬৩/ টাকা, ।
শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ২৫,০০০ টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা হবে। পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বৎসর। অডিট অফিসার- ৫ জন ও শিক্ষাগত যােগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর/সমমান। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন |
২০,২৬৩/ টাকা, শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ২৫,০০০ |টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা হবে। পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যুনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বৎসর। ক্রেডিট অফিসার (গ্রেড-১)- ২০ জন ও শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন ১২,০০০/ টাকা, শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ১৬,৩১৬/- টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা হবে।
পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বৎসর। | ক্রেডিট অফিসার (গ্রেড-২)- ৪০ জনঃ শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি/সমমান। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন ১১,০০০ টাকা, শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ১৫,২৯১/টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বৎসর। এগ্রো-ফার্ম সুপারভাইজার- ০৫ জন ও শিক্ষাগত যােগ্যতা: ডিপ্লোমা ইন কৃষি। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন ২০,২৬৩/ টাকা, শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ২৫,০০০/টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা হবে। খামার কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ২ বছর কাজ করার বাস্তব
অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বৎসর। | ৬.] এগ্রো-ফার্ম টেকনিশিয়ান- ০৫ জনঃ শিক্ষাগত যােগ্যতা: ডিপ্লোমা ইন ভেটেনারী/কৃষি/এইচএসসি সমমান (৬ মাসের গরু,
ছাগল, হাস, মুরগী পালনে প্রশিক্ষণপ্রাপ্ত)। ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন ১২,০০০ টাকা, শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়িত হলে চাকুরী নিয়মিতকরণ করা হবে এবং বেতন ১৬,৩১৬/- টাকাসহ সংস্থার বেতন কাঠামােতে অন্তর্ভুক্ত করা
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
হবে। সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বৎসর। | ১ ও ২ নং পদের প্রার্থীকে মােটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ মােটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৩ ও ৪ নং পদের প্রার্থীদের বাই সাইকেল চালনায় অভিজ্ঞ ও কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৮ অক্টোবর-২০২০ ইং তারিখের মধ্যে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মােবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত আবেদন পত্র ও পূর্ণ জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক, রিসা-বাংলাদেশ, বাড়ি # |২৬/২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা বরাবর ডাকসুন্দরবন কুরিয়ার যােগে প্রেরণ করতে হবে। উল্লেখিত পদের জন্য |
মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাতায়াত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও নির্দিষ্ট পদের জন্য মােটর সাইকেল জ্বালানি এবং বিনা ভাড়ায় আবাসন সুবিধা প্রাপ্য হবেন। সংস্থার | বিধি মােতাবেক ১ হতে ৪ নং পদের নির্বাচিত প্রার্থীদের জন্য ১০,০০০/- জামানত/সিকিউরিটি (কমপক্ষে ১ বছর সংস্থায় চাকরি করা সাপেক্ষে লভ্যাংশসহ ফেরতযােগ্য) সংস্থায় জমা রাখতে হবে এবং বাবা/মা/নিকট আত্নীয় দ্বারা জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন পত্রের সাথে সকল পদের জন্য “রিসা বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম” শিরােনামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মিরপুর শাখার অনুকূলে ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। উল্লেখ্য যে, রিসডা-বাংলাদেশ নিয়ােগ বিজ্ঞপ্তির সংশােধন/সংযােজনসহ বাতিল করার ক্ষমতা রাখে। যােগাযোেগ: মােবাইল: ০১৭৭৭৭৬৫৪৪৪, ০১৭৭৭৭৬৫৩৮০ টেলিফোন: +৮৮-২-৯০০৮১৩৩, ফ্যাক্স: +৮৮-২-৮০৩৪৫৪৫,
Email: [email protected], ওয়েব সাইট: www.risda.org.bd
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।