ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১১৫০ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ০৫ টি ভিন্ন পদ |
আবেদন শুরুঃ | নভেম্বর ২০, ২০২১ |
আবেদন শেষঃ | নভেম্বর ৩০, ২০২১ |
রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭)। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলীঃ ১। আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ২। উপরােক্ত সকল পদের প্রার্থীকে মটর সাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়ােগকৃত
পুরুষ / নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে। ৩। সকল পদের ক্ষেত্রে নিয়ােগপ্রাপ্ত ব্যক্তির Probation Period শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত আর্থিক ও অআর্থিক সকল সুযােগ সুবিধা যেমন: ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যায় ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, মােবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, চাকুরীতে যােগদানের সাথে সাথেই মটর সাইকেল
সক্ট লোেন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি প্রযােজ্য হবে। শুধুমাত্র আগ্রহী যােগ্য প্রার্থীদেরকে আগামী ৩০/১১/২০২১ খ্ৰীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যােগাযােগের জন্য সক্রিয় মােবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং ৩ কপি পাসপাের্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়ােগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ সংস্থা উপরােক্ত নিয়ােগ প্রক্রিয়ায় বিকাশ বা অন্য কোনাে মাধ্যমে প্রার্থীদের সাথে কোনরুপ আর্থিক লেনদেন করে না।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।