ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২৫০ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ৬ টি ভিন্ন পদ |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ৬, ২০২১ |
আবেদন শেষঃ | ডিসেম্বর ২৬, ২০২১ |
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়ােজিত। পিজিসিবিতে নিয়ােগযােগ্য শূণ্য পদের বিপরীতে নিম্নোক্ত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পদের নাম : জুনিয়র হিসাব সহকারীখালি পদ : ০৯ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (হিসাব/অর্থ) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী (বাণিজ্য)। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০ মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল : ২৩,০০০ টাকা। পদের নাম : জুনিয়র ব্যক্তিগত সচিবখালি পদ : ১৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল : ২৩,০০০ টাকা। পদের নাম : জুনিয়র ভাণ্ডার রক্ষকখালি পদ : ০৩ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল : ২৩,০০০ টাকা। পদের নাম : জুনিয়র নিরাপত্তা পরিদর্শকখালি পদ : ১৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল : ২৩,০০০ টাকা। পদের নাম : কারিগরী সহায়কখালি পদ : ২০০ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) কারিগরী শিক্ষাবোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে ওয়ার্কস/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (কারিগরী) উত্তীর্ণ। অথবা এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরী শিক্ষাবাের্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার প্লাম্বিং বিষয়ে ০১ বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। খ) প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।বেতন স্কেল : ১৪,৫০০ টাকা। পদের নাম : অফিস সহায়কখালি পদ : ০৮ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।বেতন স্কেল : ১৪,৫০০ টাকা।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
নির্দেশাবলী/শর্তাবলীঃ (১) আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান
করে তা সংযােজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট htpp://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবি’র ওয়েব সাইট www.pgcb.gov.bd এ উল্লেখিত নির্ধারিত লিংক এর মাধ্যমে ০৬-১২-২০২১ হতে ২৬-১২-২০২১ তারিখের (রাত্রি ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) মধ্যে প্রকাশিত
“আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী” অনুসরণ পূর্বক আবেদন করা যাবে। (২) যারা সম্প্রতি উল্লেখিত যােগ্যতার শিক্ষাগত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সাটিফিকেট পাননি/এ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) প্রার্থীদের সংশ্লিষ্ট পদে
আবেদন করার প্রয়ােজন নেই। (৩) বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মােবাইল সংযােগ হতে এসএমএস এর মাধ্যমে
htpp://pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.gov.bd ওয়েব সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। (৪) বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রীধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রীর প্রত্যয়নপত্র প্রয়ােজন হবে। (৩) শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযােগ্য হবে না, বেতন গ্রেড ১১ এর ক্ষেত্রে সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে নূন্যতম ২.৮২ ও ৪.০০ স্কেলে নূন্যতম
২.২৫ থাকতে হবে এবং বেতন গ্রেড ১৫ এর ক্ষেত্রে জিপিএ ৫.০০ স্কেলে নূন্যতম ২.০০ থাকতে হবে। এর নীচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়ােজন নেই। (৪) ২৫-০৩-২০২০ খ্রিঃ তারিখে যাদের বয়স ৩০ (ত্রিশ) বছর এর মধ্যে রয়েছে এমন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বীরমুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র
কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। তবে বীরমুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য। (৫) সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত বা সরকারী মালিকানাধীন কোম্পানিতে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ
অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক, পিএন্ডএ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)
লিমিটেড, প্রধান কার্যালয় ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। (৬) সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরন পূর্বক প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী
নির্দেশনা/নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(৭) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশন সহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে।
পিজিসিবি’র চাকুরী বিধি অনুযায়ী চাকুরী নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকুরী চুক্তি নবায়ন করা হবে। (৮) কেবলমাত্র উপরে বর্ণিত যােগ্যতা সম্পন্ন ব্যক্তিগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরােধ করা হলাে। ব্যক্তিগত/শিক্ষাগত/কোটা ইত্যাদি সংক্রান্ত যে
কোন তথ্য/দলিলাদি গােপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন/নিয়ােগ বাতিল বলে গণ্য হবে। (৯) পিজিসিবি কর্তৃপক্ষ এই নিয়ােগ স্থগিত/বাতিল/নিয়ােগের বিষয়ে যে কোন ধরণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। (১০) যে কোন ধরনের তদবীর বা ব্যক্তিগত যােগাযােগ প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য হবে।
ক) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড এর ওয়েব সাইট www.pgcb.gov.bd এর Recruitment Page এর নির্দিষ্ট লিংকে বা
সরাসরি http://pgcb.teletalk.com.bd ওয়েব সাইটে প্রবেশ করে প্রার্থীগণ আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬-১২-২০২১ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
ii. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৬-১২-২০২১ খ্রিঃ, রাত ১১:৫৯ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে
প্রাপ্ত নির্ধারিত আবেদন ফি জমা দিতে পারবেন। খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (সর্বোচ্চ 300 x 80 Pixel এবং 60 kb এর বেশী নয়) এবং রঙ্গিন ছবি (সর্বোচ্চ 300 x 300 Pixel এবং 100
kb এর বেশী নয়) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা
সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী
download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষন করবেন। User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile এর মাধ্যমে ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। নিয়ােগ বিজ্ঞপ্তির ক্রমিক ১–৬ এর বর্ণিত পদের জন্য আবেদন ফি (অফেরতযােগ্য) ৫০০.০০ (পাঁচশত) টাকা। বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না”।
1st SMS : PGCB<Space>User_ID and send to 16222. 2nd SMS: PGCB<Space>YES<Space<PIN and send to 16222.
ঙ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pgcb.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
চ) SMS এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি
তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙ্গিন print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ছ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে
পারবেন।
i. User ID GTfat etec PGCB<Space>Help<Space>User<Space>User_ID & send to 16222. ii. PIN Number Gtart alta PGCB<Space>Help<Space>PIN<space>PIN No & send to 16222.
জ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নোক্ত সনদ/দলিল/প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে ?
(১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি, (২) প্রবেশপত্রের ফটোকপি, (৩) সদ্য তােলা ৩ (তিন) কপি ফুল সাইজের রঙ্গিন ছবি, (৪) শিক্ষাগত সকল সনদের ফটোকপি, (৬) জাতীয় পরিচয় পত্রের রঙিন ফটোকপি, (৭) নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, (৮) মুক্তিযােদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযােদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, মুক্তিযােদ্ধা সার্টিফিকেট ও গেজেটের ফটোকপি (৯) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক উপজাতীয় সনদ।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।