সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি
ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অসংখ্য |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ০৪ টি ভিন্ন পদে |
আবেদন শুরুঃ | আগস্ট ৫, ২০২২ |
আবেদন শেষঃ | আগস্ট ১৭, ২০২২ |
পিদিম ফাউন্ডেশন, এমআরএ সনদপ্রাপ্ত (০০৯৩৫-০০০৯৪-০০১৬২), পিকেএসএফ-এর সহযােগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাংগাইল, ব্রাহ্মণবাড়ীয়া, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে শাখা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে | নিলিখিত পদে কর্মীকর্মকর্তা নিয়ােগ করা হবে।
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পদে কর্মীকর্মকর্তা নিয়ােগ করা হবে। সংস্থার কর্ম-এলাকায় কাজ করতে আগ্রহী অধূমপায়ী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর
২০২১ তারিখের মধ্যে পূর্ণ জীবন-বৃত্তাস্ত (মােবাইল নম্বরসহ), সদ্য তােলা ৩ কপি ছবি, শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়ােগপত্রের ফটোকপি ও প্রত্যয়ন পত্রসহ আবেদন সিনিয়র পরিচালক (মানবসম্পদ, প্রশাসন ও নিরিক্ষণ) বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরােধ করা হলাে। প্রেরণের ঠিকানা: পিদিম ফাউন্ডেশন, প্লট-এ-৭৬, রােড-ডাব্লিউ-১, ব্লক-এ, ইস্টার্ন হাউজিং পল্লবী ফেইজ-২, রূপনগর, মিরপুর, ঢাকা-১২১৬। ই-মেইল: [email protected]
দলিল কি? ,দলিল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
০১) সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল ৩/৬ মাস। ০২) সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদিঃ ক) যােগ্যতা ও নিষ্ঠার সাথে চাকুরির বয়স ১১বছর অতিক্রান্ত হওয়ার পর ১নং পদে ২০ লক্ষ, ২ ও ৩ নং পদে ১৬ লক্ষ, ৪ ও ৫ নং পদে ১৩ লক্ষ এবং | ৬ নং পদে ১০ লক্ষ টাকা সুবিধাপ্রাপ্য হবেন। এছাড়া অন্যান্য পদেও সম-হারে সুবিধাদি প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কান্ড ও ছুটির বিপরীতে বেতন ইত্যাদিসহ । উল্লেখ্য, ১১ বছরের আগে চাকুরি ছেড়ে চলে গেলে সংস্থার নিয়মানুযায়ী সুবিধাদি পাবেন। এক্ষেত্রে প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৫ ও ৩ বছপূর্ণ হলে প্রাপ্য হবেন। বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বৈশাখি ভাত, মােবাইল বিল, বাইসাইকেল ভাতা, কর্মদক্ষতা ভাতা, প্রণােদনা ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কর্মী-কর্মকর্তাদের মেধাবী ছেলে-মেয়েদের শিক্ষা বৃত্তি এবং ঋণ সংগঠকদের প্রথম সন্তান জনের ক্ষেত্রে এককালীন ভাতা, প্রমােশনের সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি দুদিন (শুক্র ও শনি, তবে বর্তমানে Covid-19 পরিস্থিতির কারণে সাময়িকভাবে শনিবার কার্যক্রম চালু রাখা হয়েছে।) একক আবাসন ফ্রি এবং মহিলাকর্মী। কর্মকর্তাদের (একক) আবাসন ভাতা প্রদান করা হয়। ০৩) ১, ২৩, ও ৫ নং পদে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মােটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে। ৬নং পদে অবশ্যই বাই-সাইকেল চালিয়ে কাজ করতে হবে। ০৪) জামানত : নির্বাচিত প্রার্থীদের ২ ও ৩ নং পদে ১৫,০০০, ৪ নং পদে ১২,০০০, ৫, ৬ নং পদে ১০,০০০ টাকা নগদ জামানত যােগদানের সময় জমা দিতে হবে, যা চাকুরি শেষে লাভসহ ফেরত যােগ্য । ০৫) প্রার্থিতার ক্ষেত্রে সকলের জন্য সম-অধিকার। যে কোনাে ধরনের তাবির প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে। ৩৫ বছর
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে/সরাসরি |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।