ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১৬,৬০০/= - ২৯,৯০০/= |
পদ সমূহঃ | ডাইভার |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ৯, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ২৭, ২০২০ |
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ড্রাইভার এর শূন্য পদে লােকবল নিয়ােগ/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যােগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিমােক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
শর্তাবলীঃ ০১। আবেদনপত্র পূরণ ও জমাদানঃ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট (www.pbs.brahmanbaria.gov.bd) হতে
আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২, ভার্ষণ-০১) ডাউনলােড পূর্বক স্বহস্তে পূরণ করে আগামী ২৭/০৯/২০২০ খ্রিঃ অফিস চলাকালীন সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর ই-মেইল [email protected] এ প্রয়ােজনীয় কাগজপত্রসহ আবেদন পত্র প্রেরণ করতে হবে। সরাসরি অথবা ডাকযােগে/কুরিয়ার যােগে প্রেরিত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহনযােগ্য বলে বিবেচিত হবে না।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
নিয়ােগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী ও নির্ধারিত আবেদনপত্র অত্র পবিস এর ওয়েব সাইট (www.pbs.brahmanbaria.gov.bd) তে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণকে সংশ্লিষ্ট ওয়েব সাইট এ অন্যান্য শর্তাবলী অনুযায়ী আবেদন ফরম ডাউন লােড করার জন্য অনুরােধ করা হলাে।
শর্তাবলীঃ ০১। আবেদনপত্রের সাথে নিমােক্ত কাগজাদি সংযুক্ত করতে হবেঃ
(ক) সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি; (খ) বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি; (গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি; (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। (ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বাপবিবাে/পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (চ) ২৭/০৯/২০২০ খ্রিঃ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর হতে হবে। (ছ) জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া এর অনুকূলে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক
ড্রাফট অথবা ক্রসড পােষ্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। ০২। আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল কাগজ পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবী সম্বলিত সীল থাকতে হবে। ০৩। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র নির্ধারিত
তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ০৪। নিয়ােগের ক্ষেত্রে সকল ধরণের সরকারী কোটা নীতি অনুসরণ করা হবে। নিয়ােগকালে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানগণের ক্ষেত্রে সরকার | নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। তবে সে ক্ষেত্রে আবেদনপত্রের সাথে সরকারী নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত
সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। ০৫। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের | সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ০৬। ইতিপূর্বে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/বরখাস্ত/স্বেচ্ছায় পদত্যাগকারী কারাে উক্ত পদে আবেদন করার প্রয়ােজন নাই। ০৭। অত্র সমিতির বাের্ড পরিচালক/মহিলা পরিচালক, কর্মকর্তা/কর্মচারীদের রক্তের সম্পর্কীয় কেহ অথবা তাদের স্বামী/স্ত্রীদের রক্তের সম্পর্কীয় কেহ
আবেদন করতে পারবেন না। ০৮। প্রার্থীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতে সম্মত থাকতে হবে। ০৯। অসম্পূর্ণ/ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১০| প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোন তথ্য গােপন করে নিয়ােগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোন
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধর্মীয় আইন
প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ১১। বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়ােগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন পদে নিয়ােগ/বদলী/পদোন্নতির মাধ্যমে কোন জেলা কোটা পূরণ হলে সে জেলার প্রার্থীদের
আবেদন বিবেচনা করা হবে না। ১২। উল্লিখিত পদের জন্য মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তান হলে খামের উপর তা সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। ১৩। অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে অথবা।
প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের গড়মিল পাওয়া গেলে আবেদন পত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত/ব্যবহারিক/মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযােজ্য না হয় সেই ক্ষেত্রে প্রযােজ্য নয়” উল্লেখ
করতে হবে।। ১৪। নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের সময় প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১৫। অত্র নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে নিয়ােগ প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নহে।।
অনুলিপিঃ-(সদয় অবগতি ও ননাটিশ বাের্ডের মাধ্যমে বহুল প্রচারের অনুরােধসহ) জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে। ০১। নির্বাহী পরিচালক, বাপবিবাের্ড, ঢাকা। ০২। পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (পূঃ অঃ) পরিদপ্তর, বাপবিবাের্ড, ঢাকা। ০৩। পরিচালক, পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাপবিবাের্ড, ঢাকা। ০৪। তত্ত্বাবধায়ক প্রকৌশলী,আইসিটি পরিদপ্তর, বাপবিবাের্ড, ঢাকা-বাপবিবাে ওয়েব সাইটে প্রকাশের অনুরােধসহ।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
০৫। সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, সকল পবিস। ০৬। একান্ত সচিব, চেয়ারম্যান, বাপবিবাের্ড, ঢাকা । ০৭। ডিজিএম (কসবা/নবীনগর/আখাউড়া) জোনাল অফিস, ব্রাহ্মণবাড়িয়া পবিস। ০৮। এজিএম (অর্থ-রাজস্ব/হিসাব)/ওএন্ডএম কসবাঁ/নাসিরনগর সাব জোনাল অফিস), ব্রাহ্মণবাড়িয়া পবিস। ০৯। নােটিশ বোের্ড/ওয়েভ সাইট, ব্রাহ্মণবাড়িয়া পবিস। ১০। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি), ব্রাহ্মণবাড়িয়া পবিস, পবিসের ওয়েব সাইটে প্রকাশের জন্য। ১১। অফিস কপি/মাস্টার ফাইল/ওয়েবসাইট কপি।
আবেদন প্রক্রিয়াঃ | ই-মেইল |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।