ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৯৯০ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ২২০০০-৫৩০৬০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১০, ২০২১ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২৩, ২০২১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের (পুরুষ ও মহিলা) নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমােদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়ােগ করা হবে।
💥 কাসেম সোলায়মানি : ইরানি ছায়া কমান্ডারের বর্ণময় জীবন 💥
শর্তাবলী :
বয়স (৩১/১২/২০২০ তারিখে): ক) সাধারণ প্রার্থী, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা
সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০১/১৯৯১ পর্যন্ত)।
খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০১/১৯৮৯ পর্যন্ত)। T ২। অনলাইনে আবেদন ফরম পূরণঃ প্রার্থীকে টেলিটকের Web address: http://cnp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমালান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে। | পরীক্ষার ফি: ক্রমিক নং-১ হতে ৩ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি টাকা ৭০০/- (সাতশত), ক্রমিক নং-৪ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০০/- পাঁচশত), ক্রমিক নং-৫ হতে ১৩ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ১০০/- (একশত) এবং ক্রমিক নং-১৪ হতে ১৬ এ বর্ণিত পদের জন্য
ফি টাকা ৫০/- (পঞ্চাশ)। ৪। পরীক্ষার ফি প্রদান পদ্ধতি : Online-এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কত
আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি-পেইড মােবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।
প্রথম SMS : CNP<space>User ID লিখে sent করুন 16222 নম্বরে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
Example: CNP NCRPQBCR sent to 16222 Reply : Applicant’s Name, Tk-000 will be charged as application fee, Your PIN is (8 digit
number), To pay fee, type CNP<space>yes<space PIN and sent to 16222. দ্বিতীয় SMS : CNP<space>yes<<Space>PIN লিখে sent করুন 16222 নম্বরে।
Example : CNP YES (8 digit number) sent to 16222 Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee.
User ID is (XXXXXXXX) and Password (XXXXXXXX). ৫। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়)
অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় । (উল্লেখ্য যে, | ১০/০১/২০২১ খ্রিঃ প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে) | দুপুর ১২:০০ ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় :
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
২৩/০১/২০২১ খ্রিঃ (উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ | সন্ধ্যা ০৬:০০ ঘটিকা।
২৬/০১/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬:৫৫টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন) ৬। কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রস/বৃদ্ধিসহ নিয়ােগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন। | বিল্লা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।