ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১০৬ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ২৪,৭০০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | নভেম্বর ৪, ২০২০ |
আবেদন শেষঃ | নভেম্বর ৩০, ২০২০ |
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক কর্মসূচির আওতায় নিমােক্ত পদসমূহে কর্মসূচির মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলি: ১. (ক) পদের নাম, (খ) বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ, (গ) প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজি) (ঘ) জাতীয় পরিচয়পত্র নম্বর, (ঙ) জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ, (চ) জন্ম তারিখ, (ছ) বয়স (২৫ মার্চ ২০২০ পর্যন্ত), (জ) মাতার নাম, (ঝ) পিতার নম, (ঞ) বর্তমান ঠিকানা, (ট) স্থায়ী ঠিকানা, (ঠ) পত্র যােগাযােগের ঠিকানা, মােবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল (যদি থাকে) (ড) ধর্ম (ঢ) শিক্ষাগত যােগ্যতা (পাশের সন, বিষয়, প্রাপ্ত বিভাগ/শ্রেণি/গ্রেড (ণ) পােস্টাল অর্ডার নম্বর উল্লেখ করে সাদা কাগজে আবেদন করতে হবে ।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না । ৩. আবেদনপত্রের সাথে প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত ১০(দশ) টাকার অব্যবহৃত স্ট্যাম্পযুক্ত একটি ৯”x৪” সাইজের
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
ফেরত খাম, পাসপাের্ট সাইজের সদ্যতােলা তিন কপি রঙ্গিন ছবি এবং সকল সনদ পত্রের কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক
সত্যায়িত করে জমা দিতে হবে। ৪. সরকারি, আধাসরকারি না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । ৫. মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ প্রদর্শন করতে হবে । ৬. আবেদনপত্র ৩০-১১-২০২০ বিকাল ৫.০০ টার মধ্যে উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ
সচিবালয়, ঢাকা বরাবর পৌছাতে হবে। খামের উপর পদের নাম লিখতে হবে ।
নিয়ােগের ব্যাপারে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিন্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না। ৮. কর্তৃপক্ষ যেকোন সময় কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে । ৯, নিয়ােগকারী কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে। ১০. ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। ১১. শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় আমন্ত্রণ জানানাে হবে । ১২. নির্বাচিত প্রার্থীকে কর্মসুচি বাস্তবায়ন এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অথবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যেকোন
এলাকায় কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে । ১৩. অবেদনের সাথে ১০০/- (একশত) টাকর অফেরৎযােগ্য পােস্টাল অর্ডার, উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রদান করতে হবে । ১৪. দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের বিধি মােতাবেক শ্রুতিলেখক নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হবে । ১৫. নির্বাচিত হলে চাকরিতে যােগদানের পূর্বে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্পে কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদন
করতে হবে । ১৬. একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না ।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।