ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১৭,৩৪৫/= |
পদ সমূহঃ | অফিস সহকারী কাম কম্পিউটার |
আবেদন শুরুঃ | জানুয়ারি ৩১, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৫, ২০২০ |
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে “সাপাের্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প” এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (সরকারি বিধি মােতাবেক) জাতীয় বেতন স্কেল ২০১৫, অনুযায়ী সাকুল্য বেতনে নিম্নবর্ণিত শর্তে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
ক) কোন স্বীকৃত বাের্ড/বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দ। খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ জ্ঞান অতিরিক্ত যােগ্যতা হিসাবে বিবেচিত হবে।
শর্তাবলী:
১। বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সাকুল্য বেতনে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য চুক্তি ভিত্তিক নিয়ােগ করা হবে। ২। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও ২৬/০১/২০২০ খ্রি:
তারিখে বয়স, শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক প্রকল্প পরিচালক “সাপাের্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প” সেতু ভবন, নিউ এয়ারপাের্ট রােড, বনানী, ঢাকা-১২১২ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র জিইপি/রেজিষ্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিস যােগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে গ্রহণ করা হবে।
আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি/কর্মকর্তার স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র, একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা পাসপাের্ট
আকারে ৩ (তিন) কপি ছবি সংযুক্ত করতে হবে। ৪। সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৫। আবেদনপত্রের সাথে “সাপাের্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প” এর অনুকূলে ১০০/- (একশত) টাকার পে
অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযােগ্য) সংযুক্ত করতে হবে। ৬। অসমাপ্ত ও নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। ৭। ২৬/০১/২০২০ খ্রি: তারিখ প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। ৮। খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। ৯। নির্বাচনী/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১০। নির্বাচনী প্রার্থীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ সুবিধা প্রকল্পে নিয়ােগ সংক্রান্ত সরকারি বিধি-বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। ১১। প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে চাকুরীর অবসান হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ােগপত্রই চাকুরী অবসানের নােটিশ হিসাবে গণ্য হবে। ১২। আবেদনপত্র গ্রহণ, বাছাই বা বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে। ১৩। পদ সংখ্যা কম/বেশী করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ১৪। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের website: www.bba.gov.bd তে পাওয়া যাবে। ১৫। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৫/০২/২০২০ খ্রি: বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।