ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
পদ সমূহঃ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২২, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২০, ২০২০ |
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টে স্থায়ীভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়ােগের জন্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শর্তাবলীঃ ১। চাকুরীর আবেদন পত্র www.hindutrust.gov.bd হতে ডাউনলােড করে পূরণপূর্বক সচিব, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, ঢাকা বরাবরে আবেদন করতে হবে। ২। চাকুরীর আবেদনপত্র আগামী ২০/০২/২০২০ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, ঢাকা | বা ডাকযােগে পৌছাতে হবে। ৩। আবেদনপত্রের সাথে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ৪। আবেদন ফরমে ৫x৪ সেঃ মিঃ পরিমাপের সদ্য তােলা ৩ কপি ছবি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। ৫। নির্ধারিত ফরম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযােগ্য হবে না। ৬। হিন্দু ধর্মাবলম্বী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
সরকারি/আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৮। উপযুক্ত প্রার্থীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের প্রদত্ত যােগাযােগের ঠিকানায় চিঠির মাধ্যমে জানানাে হবে।আবেদনকারীর বর্তমান যােগাযােগের ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ৪.৫৯.৫ মিমি সাইজের ১টি খাম আবেদন পত্রের
সাথে সংযুক্ত করতে হবে। ৯। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। ১০। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১১। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়ােগআবেদনপত্র গ্রহণ, বাছাই ও বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন। ১২। জাতীয় পরিচয়পত্রসহ যােগ্যতার সকল সনদপত্র প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।