ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৯ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৩৫,৬০০/- (গ্রেড-৯) |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ২৪, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ৭, ২০২০ |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়নাধীন “আরবান রেজিলিয়েন্স প্রকল্প ডিডিএম অংশ”-শীর্ষক প্রকল্পের ইমারর্জেন্সী রেসপন্স এন্ড কমিউনিকেশন সেন্টার (ইআরসিসি) এর জন্য প্রকল্পের মেয়াদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, নির্ধারিত সাকুল্য বেতনে নিম্নবর্ণিত ৯ম গ্রেডের পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
প্রার্থীদেরকে খামের উপর পদের নাম এবং আবেদনকারীর নিজ জেলার নামসহ পূর্ণ ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আবেদন
পত্র আগামী ০৭-১০-২০২০ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০টার মধ্যে প্রকল্প পরিচালক, “আরবান রেজিলিয়েন্স প্রকল্পঃ ডিডিএম অংশ”
শীর্ষক প্রকল্প, বাড়ী নং # ১২১, রােড নং # ২১ (ডিওএইচএস), মহাখালী, ঢাকা, এই ঠিকানায় পৌছাতে হবে। ৩। নিম্নবর্ণিত বিবরণাদি উল্লেখ করে আবেদন করতে হবে।
ক। প্রার্থীর নাম (স্পষ্ট অক্ষরে) (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) শিক্ষাগত যােগ্যতা
(ছ) জন্ম তারিখ (এফিডেফিট গ্রহণযােগ্য নয়) (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) বৈবাহিক অবস্থা (ট) অভিজ্ঞতা (যদি থাকে)। ৪। আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
(ক) শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি। (খ) অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি (যদি থাকে)। (গ) সম্প্রতি তােলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সংযুক্ত করতে হবে। (ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। (ঙ) জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ড-এর সত্যায়িত ছায়ালিপি (যদি থাকে) অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সনদের মূলকপির ছায়ালিপি। ৫। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ১৮-৩২
বছরের মধ্যে হতে হবে। ৬। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৭। ইতঃপূর্বে এরূপ প্রকল্পে কর্মরত প্রার্থীগণের জন্য আবেদনের বয়সসীমা শিথিলযােগ্য। ৮। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। এর
জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ৯। অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদন এবং আবেদনপত্রের গায়ে কোন প্রকার সুপারিশ থাকলে আবেদন পত্রটি সরাসরি বাতিল বলে গণ্য
হবে। ১০। প্রকল্পের মেয়াদ সমাপ্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে চাকুরী থেকে অব্যাহতি প্রাপ্ত হবে। ১১। উপরােক্ত শর্তাবলীর যে কোন অংশ সংশােধন/সংযােজনসহ যে কোন আবেদন পত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ
সংরক্ষণ করে। ১২। উন্নয়নমূলক প্রকল্পে নির্ধারিত বিষয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে । ১৩। পূর্বে যারা আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করার প্রয়ােজন নাই।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।