ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | ৫৬৫০০-৭৪৪০০ টাকা |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | জানুয়ারি ৩০, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৯, ২০২০ |
২৯ জানুয়ারী ২০২০ বিধি মােতাবেক প্রদেয় ভাতাদিসহ নিন্মােল্লিখিত পদগুলাে পূরণের জন্য যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
০১ | এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসাের্স ম্যানেজমেন্ট বিভাগ। অধ্যাপক ০১টি (স্থায়ী)
০২ | ফুড টেকনােলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ। প্রভাষক ০৪টি
বেতন স্কেলঃ অধ্যাপক- টাকা ৫৬৫০০-৭৪৪০০/প্রভাষক – টাকা ২২০০০-৫৩০৬০/
প্রয়ােজনীয় যােগ্যতা ও শর্তাবলীঃ অধ্যাপক
পিএইচ.ডি. ডিগ্রিধারীদের ক্ষেত্রেঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযােগী অধ্যাপক হিসেবে সক্রিয় ০৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ সর্বমােট ১২ (বার) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযােগী অধ্যাপক হিসেবে ০৫ (পাঁচ) টি প্রকাশনাসহ কমপক্ষে ১০ (দশ)টি প্রকাশনা থাকতে হবে। অথবা। এম.ফিল./সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযােগী অধ্যাপক হিসেবে সক্রিয় ০৬ (ছয়) বছরের অভিজ্ঞতাসহ সর্বমােট ১৫ (পনের) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযােগী অধ্যাপক হিসেবে ০৫ (পাঁচ) টি প্রকাশনাসহ কমপক্ষে ১০ (দশ)টি প্রকাশনা থাকতে হবে। অথবা। পিএইচ.ডি./এম.ফিল, ডিগ্রি নেই এমন প্রার্থীদের ক্ষেত্রেঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহযােগী অধ্যাপক হিসেবে সক্রিয় ০৮ (আট) বছরের অভিজ্ঞতাসহ সর্বমােট ২০ (বিশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সহযােগী অধ্যাপক হিসেবে ০৫(পাঁচ) টি প্রকাশনাসহ কমপক্ষে ১০ (দশ)টি প্রকাশনা থাকতে হবে।
শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী/সিজিপিএ-৩.২৫ বা এর নীচে গ্রহণযােগ্য নয়। প্রভাষকঃ
প্রার্থীর এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষার উভয়টিতে প্রথম বিভাগ/জিপিএ-৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং জিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে (চতুর্থ বিষয়সহ)। প্রার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রেই প্রার্থীর প্রথম শ্রেণী/ সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। পিএইচ.ডি. ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে যে কোন একটি শর্ত শিথিলযােগ্য। তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী/সিজিপিএ ৫.০০ স্কেলে সিজিপিএ ৩.৫০/
সিজিপিএ ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.২৫ বা এর নীচে গ্রহণযােগ্য নয়। আবেদনের নিয়মাবলী:
উপরােক্ত পদসমূহের নির্ধারিত যােগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা www.mbstu.ac.bd ওয়েবসাইট থেকে অথবা ১০/- (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানাসম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। “ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২” এর অনুকূলে সােনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল এর উপর প্রদেয় দরখাস্ত ফি বাবদ সােনালী ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে ৮০০/- (আটশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরত যােগ্য), প্রার্থীর সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি, মার্কসীট/ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, গবেষণামূলক প্রকাশনার কপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রত্যেক সেটের সাথে সংযুক্ত করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনাে একটি শর্ত শিথিলযােগ্য। সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২০ তারিখের মধ্যে ১০ (দশ) সেট আবেদন রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল- ১৯০২ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রী এবং সিজিপিএ এর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সমতা বিধানের Certificate আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনে স্থায়ী ও যােগাযােগের ঠিকানা এবং মােবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। মােবাইল নম্বরে সাক্ষাতকারের বিষয়টি এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়ােগ বিজ্ঞপ্তি জারীর কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদানে বাধ্য নন। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।