ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২৩ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ১৬ টি ভিন্ন পদে |
আবেদন শুরুঃ | জুন ৭, ২০২২ |
আবেদন শেষঃ | জুন ২৭, ২০২২ |
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তার শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধর্মীয় আইন
আবেদনের শর্তাবলী:
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
১। আবেদন অনলাইনে (Online) এ করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলােড করত; প্রয়ােজনীয় (০৫ নং শর্তে চাহিত) কাগজপত্রাদি সহ ১০ (দশ) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর ২৭-০৬-২০২২ খ্রি.তারিখের মধ্যে ডাকযােগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অনলাইন আবেদনের সাথে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা অনলাইন এ পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়ােগ বিজ্ঞপ্তি এবং নিয়ােগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ku.ac.bd/career) পাওয়া যাবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমান প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযােগ্য নয়। বিদেশে স্থায়ীভাবে বসবাসরত/বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও বিবেচিত হবেন না। প্রতি সেট আবেদনপত্রের সংগে নিম্নলিখিত কাগজ-পত্রাদি অবশ্যই দাখিল করতে হবেক) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
খ) নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও কম্পিউটার সনদের সত্যায়িত কপি গ) সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি করে) ঘ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ আবেদনপত্র আগামী ০৭-০৬-২০২২খ্রি. থেকে ২৭-০৬-২০২২ খ্রি. তারিখ অফিস চলাকালীন ডাকযােগে/সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌছাতে হবে। ক্রমিক নং ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৮, ০৯, ১০, ১২, ১৩ এবং ১৪- এ বর্ণিত পদসমূহে গত ১৪-০৫-২০১৯, ০৩-০৯-২০২০ ও ৩১-১২-২০২০ খ্রি. তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতােপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। নিয়ােগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইন |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।