ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৫৯ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১০২০০-২৪৬৮০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১০, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ২৪, ২০২০ |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০/০২/২০২০ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০১০.১৫-৪৯ নং স্মারকের ছাড়পত্র মােতাবেক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এর ১৯ মার্চ ২০২০ খ্রি. তারিখের ০৫.৪২.০০০০.০০৩.০৩.০১৩.২০-৬২ সংখক স্মারক ও ৩০/০৭/২০২০ খ্রি. তারিখের ০৫.৪২.০০০০.০০৩.০৩.০১৩.২০-৭৪ সংখ্যক স্মারকে নিয়ােগ বিজ্ঞপ্তি জারীর অনুমােদন প্রদান করায় জেলা প্রশাসকের কার্যালয় (সাধারণ প্রশাসন) ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ৩য় শ্রেণির নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
শর্তাবলী ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ০২। এ অফিসের নির্ধারিত আবেদন ফরমটি Www.khagrachhari.gov.bd ওয়েবসাইটের প্রথম পাতায় ‘নােটিশ বাের্ড’ ও।
| চাকরি কর্নাব সেকশনে এবং এ কার্যালয়ের সংস্থাপন শাখায় পাওয়া যাবে।
০৩। আবেদন পত্রের সাথে নিমােক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদ পত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক
সত্যায়িত)। (খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (যা আবেদনের সাথে
নির্ধারিত স্থানে লাগাতে হবে)। (গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। (ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের (নামসহ সীল দ্বারা) সত্যায়িত কপি। (ঙ) জেলা প্রশাসক/সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্রের সত্যায়িত কপি/সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার
মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি /স্থানীয় মৌজা প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ পত্রের সত্যায়িত
কপি। (চ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রমাণের সনদপত্রের সত্যায়িত কপি। (ছ) ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ পত্রের সত্যায়িত ফটোকপি। (জ) প্রার্থীর নাম, ঠিকানা (যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক) উল্লেখ করে ১০/-(দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধর্মীয় আইন
সম্বলিত ৯.৫x ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম। (ঝ) চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না। চাকরিরত
প্রার্থীদের বয়স শিথিলযােগ্য নয়। (ঞ) ছবি ও কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নামসহ সীল দ্বারা) কর্তৃক সত্যায়িত হতে হবে। ০৪। সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) রেগুলেশন উইং, শাখা-১ এর নম্বর : ME/R1/-S-13/84(Pt-1)-20(75),
Date.16.01.85 মােতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসরত উপজাতীয় ও অ-উপজাতীয় প্রার্থীর বয়স ১০ বছর শিথিলযােগ্য হওয়ায় আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছর। আবেদনকারীর বয়স ২৪/০৯/২০২০ খ্রি. তারিখে অবশ্যই ১৮ বছর হতে
৪০ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডডেভিট গ্রহণযােগ্য হবে না। ০৫| মুক্তিযােদ্ধা প্রার্থীদের অন্যান্য সাধারণ তথ্যের সাথে নিম্নবর্ণিত ছক পূরণসহ মুক্তিযােদ্ধাদের তথ্যাদি ( সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার সনদের
ফটোকপি ( মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ ), সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার মুক্তিবার্তা নম্বর ফটোকপি, সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার গেজেট নম্বর ও তারিখের ফটোকপি) সন্নিবেশ করতে হবে।
০৬। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ কোড নং- ১-০৭৪২-০০০০-২০৩১- তে ১০০/-(একশত) টাকা (অফেরতযােগ্য) জমা প্রদান
করে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ০৭। আবেদনপত্র জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলাকে সম্বােধন করে আগামী ২৪/ ০৯ /২০২০ খ্রি. তারিখে বিকাল ০৫.০০ ঘটিকার
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
মধ্যে জমা দেয়া যাবে অথবা ডাকযােগে এ অফিসে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। ০৮। প্রার্থীকে খামের উপর অবশ্যই প্রার্থীত পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে । অসম্পূর্ণ ও ক্রটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
শর্তাবলী :০১। আবেদনকারীকে “চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি ” বরাবরে নির্ধারিত ফরমে পূর্ণনাম ও স্বাক্ষরসহ স্বহস্তে ছক পূরণ পূর্বক ০৫নং ক্রমিকের বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ তারিখ রােজ মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে (ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন জেলা পরিবার পরিকল্পনা অফিস, কোর্ট মসজিদ ভবন, ২য়তলা, খাগড়াছড়ি এর কার্যালয়ে ডাকযােগে/সরাসরি পৌছাতে হবে। চাকুরীরত প্রার্থীদের স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে দরখাস্ত পৌছাতে হবে এবং এ ক্ষেত্রে আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণ করা হবে না। নির্ধারিত সময় ও তারিখের পর সরাসরি বা ডাকযােগে প্রেরিত কোন দরখাস্ত গ্রহন করা হবে না।
০২। “দরখাস্তের নমূনা ছক” এবং “প্রবেশ পত্রের নমুনা ছক” খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং সকল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের নােটিশ বাের্ডে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইট (WWW.khdc.gov.bd) ও জেলা পরিবার। পরিকল্পনা অফিসের ওয়েব সাইট (www.fpo.khagrachhari.gov.bd) পাওয়া যাবে।
০৩। প্রার্থীর বয়স ১৫ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযােগ্য নয়। ০৪। ছকে উল্লেখিত ক্রমিক নং-২ এর প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিয়নের এবং ক্রমিক নং-৩ এর প্রার্থীনিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে নিয়ােগ পরবর্তী কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে বা প্রমাণিত হলে তার নিয়ােগাদেশ বাতিল বলে গণ্য করা হবে। উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডে চাকুরী করতে হবে এবং তাঁদের অন্য কোন ইউনিয়নে বা ওয়ার্ডে বদলী বা পদায়ন করার সুযােগ নেই। ০৫। প্রার্থীকে দরখাস্তের সাথে নিম্নেবর্ণিত সনদপত্রের ফটোকপি এবং ছবি ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সীলমােহরসহ) সত্যায়িত করে সংযুক্ত করতে
(ক) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র : (খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র; এ সনদপত্রে অবশ্যই প্রার্থী কোন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তা উল্লেখ থাকতে হবে, (গ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযােদ্ধা সনদপত্র: (ঘ) প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখ পূর্বক ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র: (ঙ) জন্ম। নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র ।
(চ) অভিঞ্জতা সনদপত্র (যদি থাকে): (ছ) ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (জ) আনসার ও গ্রাম। প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার এ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র: (ঝ) খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে সংশ্লিষ্ট সার্কেল চীফ বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র:
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
(ঞ) আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ১নং, ২ন ও ৩নং প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/= (চারশত) টাকা এবং ৪নং প্রার্থীদের ক্ষেত্রে ২০০/= (দুইশত) টাকা (অফেরৎযােগ্য) সােনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং-২০০০২৫২২৬-এ জমা দিয়ে জমা শ্রীপের মূল কপি সংযুক্ত করতে হবে। ০৬। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যােগ্য প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় এবং প্রযােজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের সুযােগ দেয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোনরুপ টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের সময় সকল প্রকার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। ০৭। প্রার্থীকে দরখাস্তের খামের উপর লাল কালি দ্বারা পদের নাম, প্রযােজ্যক্ষেত্রে ইউনিয়ন/ওয়ার্ড উল্লেখ পূর্বক এবং বিভিন্ন কোট, যেমন: মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার নাতি-নাতনী/আনসার-ভিডিপি/প্রতিবন্ধি ইত্যাদি (যদি থাকে) কোটার নাম লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে।
০৮। নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগবিধি অনুযায়ী কোটা নীতি অনুসরণ করা হবে। তাছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ও চাকুরী প্রবিধান মােতাবেক এ জেলার উপজাতীয় স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত সম্প্রদায় ভিক্তিক কোটা যথারীতি অনুসরণ করা হবে। ০৯। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্মারক নং- পপঅ/প্রশা:-১/নিয়ােগ-১৫৫/২০১০/৩৫৮ তারিখ: ১৫ ফেব্রুয়ারী’২০১২খ্রি: মূলে স্থায়ী ঠিকানা সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) পদে বিবাহিতা প্রার্থীগণ দরখাস্তে তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্ত করতে পারবেন। তবে, এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্তে উল্লেখ করবেন, তাঁর প্রার্থীতা সেই ইউনিট বা ওয়ার্ডের জন্য বিবেচিত হবে।
১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা যথাসময়ে পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নােটিশ বাের্ড এবং প্রয়ােজনে স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হবে। ১১। আবেদনপত্র গ্রহন, বাতিল অথবা নিয়ােগ বিষয়ে “বাছাই ও নিয়ােগ কমিটি”-র সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। এ ছাড়া কোন কারণ দর্শানাে ব্যতিরেখে এই নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/নিয়ােগ বিঞ্জপ্তিতে প্রদর্শিত শূণ্য পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
অনুলিপি: সদয় অবগতি জ্ঞাতার্থে ও প্রয়ােজনীয় কার্যার্থে :
১. মাননীয় চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি। ২. মাননীয় সংসদ সদস্য, ২৯৮- পার্বত্য খাগড়াছড়ি, বাংলাদেশ জাতীয় সংসদ। ৩. সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । ৪. চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি বান্দরবান।। ৫, মহা-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা। ৬. পরিচালক (প্রশাসন/অর্থ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা। ৭. রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি/গুইমারা রিজিয়ন।। ৮. পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। ৯. জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১০. পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১১. প্রধান নির্বাহী কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি। ১২. জনাব … ১৩, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১৪. জেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা, …….
……… বিভাগ, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১৫. উপজেলা নির্বাহী অফিসার (সকল) ….
……………….. উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১৬. মেডিকেল অফিসার (ক্লিনিক/এমসিএইচ-এফপি)(সকল)………………… …………… উপজেলা, খাগড়াছড়ি। ১৭, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সকল) ………
……………… উপজেলা, খাগড়াছড়ি। ১৮, সম্পাদক, দৈনিক জনকণ্ঠ,ঢাকা/ দৈনিক খােলা কাগজ,ঢাকা/ দৈনিক অরণ্য বার্তা, খাগড়াছড়ি-কে আগামী ২০/৮/২০২০খ্রিঃ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিটি পত্রিকায় একটি সংখ্যায় ৪কলাম ১৫ ইঞ্চি পরিমাণে ছাপিয়ে ০২ (দুই) প্রস্থ পত্রিকাসহ যথারীতি বিল প্রেরণ করতে অনুরােধ করা হলাে। ১৯. আইটি অফিসার, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি-কে বিজ্ঞপ্তিটি (দরখাস্তের নমূনা ছক এবং প্রবেশপত্র ফরমসহ) এ পরিষদের ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরােধ করা হলাে। ২০. নােটিশ বাের্ড/সংরক্ষিত নথি।
চেয়ারম্যান ১১, ৫ পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।