ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | ৫৬৫০০-৭৪৪০০/= |
পদ সমূহঃ | সহযােগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ৩, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৬, ২০২০ |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্মােক্ত পদগুলাে পূরণের নিমিত্তে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শর্তাবলী
বয়স ০১ অধ্যাপক
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়ােজনীয়। ক) কেমিকৌশল বিভাগ, ০১টি স্থায়ী পদ,
সকল কাগজপত্রসহ ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য ০৭ (সাত) সেট এবং খ) পদার্থ বিজ্ঞান বিভাগ, ০২টি স্থায়ী পদ (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
ক্রমিক নং ০৩ ও ০৪ এর জন্য ০৪ (চার) সেট আবেদন রেজিস্ট্রার, বিপরীতে প্রভাষক নিয়ােগ দেয়া হবে)
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবরে আগামী গ) ম্যানেজমেন্ট বিভাগ, ০১টি স্থায়ী পদ, (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের
২৬/০২/২০২০খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। বিপরীতে সহযােগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক নিয়ােগ দেওয়া হবে),
রেজিস্ট্রার, যবিপ্রবি এর কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/
www.just.edu.bd হতে আবেদন ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ সহযােগী অধ্যাপক
করা যাবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত ক) ফার্মেসী বিভাগ, ০১টি স্থায়ী পদ (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে
করতে হবে- (ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সহকারী অধ্যাপক/প্রভাষক নিয়ােগ দেয়া হবে)
সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র (খ) খ) অনুজীব বিজ্ঞান বিভাগ, ০১টি স্থায়ী পদ।
সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ কপি ছবি (গ) জাতীয় পরিচয় পত্র (ঘ) গ) গনিত বিভাগ, ০২টি স্থায়ী পদ
নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র/ওয়ার্ড ঘ) ম্যানেজমেন্ট বিভাগ, ০২টি পদ (০১টি স্থায়ী ও ০১টি অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)
কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে অধ্যাপক এবং সহযােগী অধ্যাপক পদের বিপরীতে
শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ সহকারী অধ্যাপক প্রভাষক নিয়ােগ দেওয়া হবে)।
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/
আবেদনপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না। দরখাস্তের সাথে | ০৩ সহকারী অধ্যাপক
“রেজিস্ট্রার, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিঃ ক) ফার্মেসী বিভাগ, ০১টি অস্থায়ী পদ (ক্রমিক নং ০২ এ উল্লেখিত সহযােগী অধ্যাপক
এর যে কোন শাখা হৃতে ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য ৭৫০/- এবং ক্রমিক নংপদের বিপরীতে)
০৩ ও ০৪ এর জন্য ৫৫০/- টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট খ) ম্যানেজমেন্ট বিভাগ, ০৩টি পদ (০১টি স্থায়ী, ০১টি অধ্যাপক এবং ০১টি সহযােগী
(অফেরতযোগ্য) অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থীত পদের অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)
নাম, দপ্তর/ বিভাগের নামসহ খামের উপর স্পষ্টাকারে লিখতে হবে। প্রার্থীর (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে অধ্যাপক, সহযােগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক
যােগাযােগের বর্তমান ঠিকানা লিখিত ৬/- (ছয়) টাকার ডাকটিকেট সম্বলিত দুইটি পদের বিপরীতে প্রভাষক নিয়ােগ দেওয়া হবে)
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযােজন করতে হবে। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/
বিঃ দ্রঃ (ক) কেমিকৌশল বিভাগের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ৪বছর মেয়াদী প্রভাষক
B.Sc. in Chemical Engineering অথবা সমমান ডিগ্রী থাকা ক) কেমিকৌশল বিভাগ, ০২ স্থায়ী পদ
(তবে।
বাঞ্চনীয়। খ) ফার্মেসী বিভাগ, ০৪টি অস্থায়ী পদ (ক্রমিক নং ০২ এ উল্লেখিত সহযােগী অধ্যাপক অধিকতর। | খ) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে স্বীকৃত পদের বিপরীতে ০১ টি ও শিক্ষাছুটির বিপরীতে ০৩টি)
যােগ্যতা বিশ্ববিদ্যালয় হতে B.Sc. in Industrial and Production গ) পদার্থ বিজ্ঞান বিভাগ, ০৫টি অস্থায়ী পদ (ক্রমিক নং ০১ এ উল্লেখিত অধ্যাপক পদে
|| Engineering (IPE)/ B.Sc. in Mechanical যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে ০২টি ও শিক্ষাছুটির বিপরীতে ০৩টি)।
প্রার্থীদের Engineering (ME) থাকতে হবে। ঘ) ম্যানেজমেন্ট বিভাগ, ০৪টি পদ, (০১টি স্থায়ী, ০১টি অধ্যাপক, ০১টি সহযােগী অধ্যাপক ক্ষেত্রে এবং ০১টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে)।
শিথিল গ) গত ২১/০৫/২০১৯খ্রি. তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি, স্মারক নংঙ) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১টি স্থায়ী পদ
যােগ্য) যবিপ্রবি/১০০২/রাজস্ব জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি)/পার্ট-৪/১৯-১৭৪১ বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/
মােতাবেক গণিত বিভাগের সহযােগী অধ্যাপক পদে এবং ০২/১০/২০১৯খ্রি. তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি, স্মারক নংযবিপ্রবি/১০০২/রাজস্ব জনবল নিয়ােগ বিজ্ঞপ্তি)/পার্ট-৫/১৯- ৩১৬৭ মােতাবেক ম্যানেজমেন্ট বিভাগের সকল পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নাই।
০৪।
সম্পন্ন।
(প্রকৌশলী মােঃ আহসান হাবীব)
রেজিস্ট্রার
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্মারক নং- যবিপ্রবি/১০০২/রাজস্ব জনবল (নিয়ােগ বিজ্ঞপ্তি)/পার্ট-৫/১৯- ৩৭২
তারিখঃ ২৯/০১/২০২০খ্রি. অনুলিপি (সদয় অবগতি ও প্রয়ােজনীয় কার্যার্থে)ঃ ০১। কোষাধ্যক্ষ, যবিপ্রবি। ০২। ডীন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ যবিপ্রবি। ০৩। সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, যবিপ্রবি। ০৪। পরিচালক (হিসাব), যবিপ্রবি। ০৫। পরিচালক, আইসিটি সেল, যবিপ্রবি (সংযুক্ত বিজ্ঞপ্তিটি (যােগ্যতার বিবরণীসহ) যবিপ্রবি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অনুরােধ করা হলাে)। ০৬। সহকারী পরিচালক (জনসংযােগ), যবিপ্রবি (বিজ্ঞপ্তিটি দৈনিক জনকণ্ঠ ও দি ডেইলী স্টার পত্রিকায় সর্বনিম্ন ফন্টে একদিন প্রচারের জন্য এবং প্রচারের পর সম্পূর্ন পত্রিকা ০২ সেট রেজিস্ট্রার
দপ্তরে সরবরাহের ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ)। ০৭। উপাচার্যের একান্ত সচিব (উপাচার্য মহােদয়কে সদয় অবহিতকরণের জন্য), যবিপ্রবি। ০৮। শাখা কর্মকর্তা, প্রশাসন- ২, প্রশাসন-৪, সাধারণ প্রশাসন ও সংস্থাপন এবং কাউন্সিল শাখা, রেজিস্ট্রার দপ্তর, যবিপ্রবি। ০৯। নােটিশ বাের্ড, রেজিস্ট্রার দপ্তর, যবিপ্রবি। ১০। নথি।
ঠি2 , (মােহাম্মদ এমদাদুল হক) )
উপ-রেজিস্ট্রার যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।