ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | ৫৬০০০-৭৪৪০০/- টাকা |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | মার্চ ২, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ৩০, ২০২০ |
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রয়ােজনীয় সকল কাগজপত্রসহ ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নং ০৩ ও ০৪ এর জন্য ০৪ সেট আবেদন রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবরে আগামী ৩০/০৩/২০২০খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। রেজিস্ট্রারের কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
www.just.edu.bd হতে আবেদন ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে মিলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে- (ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
(খ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ কপি রঙ্গীন ছবি (গ) জাতীয় পরিচয় পত্র (ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এক বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদকারীকে দরখাদ্যের সাথে “রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য ৭৫০/- টাকা এবং ক্রমিক নং ০৩ ও ০৪ এর জন্য ৫৫০/- টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থীত পদের নাম, দপ্তর বিভাগের নামসহ খামের উপর স্পষ্টাকারে লিখতে হবে। প্রার্থীর যােগাযােগের বর্তমান ঠিকানা লিখিত ৬/- (ছয়) টাকার ডাকটিকেট সম্বলিত দুইটি ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযােজন করতে হবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
বিঃ দ্রঃ গত ৩০/০১/২০১৯খ্রি. তারিখে স্মারক নংযবিপ্রবি রেজিঃ/ সংস্থাপন ১০০২ রাজস্ব জনবল (নিয়ােগ বিজ্ঞপ্তি) /পার্ট-৪/ ১৯- ৩৭৪, মােতাবেক ফিজিওথেরাপি এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক পদে যারা আবেদন করেছেন তাদের পুনঃরায় আবেদন করার প্রয়ােজন নাই।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।