💥হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি 💥
ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩৮৮ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ১১টি ক্যাটাগরিতে |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ১৭, ২০২২ |
আবেদন শেষঃ | জানুয়ারি ৫, ২০২৩ |
“হীপ বাংলাদেশ সোসাইটি” জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূলক বেসরকারী সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোঁরা সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে অত্র সংস্থা সবার জন্য নিরাপদ পানি” শীর্ষক কর্ম-পরিকল্পনা গ্রহন করেছে। উক্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে, নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে | বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্থ আহবান করা যাচ্ছে।
শর্তাবলি ঃ
আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
১। বাংলাদেশের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে।
২। বয়স ও অভিজ্ঞতা সংক্রান্ত : ক) ০৫ জানুয়ারী ২০২৩ইং তারিখের মধ্যে ১৮ হতে উল্লেখিত বয়সসীমা থাকতে হবে। খ) ১ নং পদের জন্য অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সেনা অফিসার, সরকারী কর্মকর্তা ও এনজিও কর্মকর্তার বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য। গ) ৮ ও ১০ নং পদ ছাড়া সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এক্ষেত্রে উপযুক্ত অভিজ্ঞতা সনদ প্রদান করতে হবে।
৩। আবেদন করার নিয়মাবলী: ক) www.heepbd.com ওয়েবসাইডে রক্ষিত আবেদন ফরম ডাউনলোড করে পূরন করা যাবে অথবা, নির্বাহী পরিচালক, হীপ বাংলাদেশ সোসাইটি বাড়ি # ৫১৬/৩, (E-3) টাওয়ার-৭১, ইসিবি চত্তর দক্ষিন মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ বরাবর আবেদন করতে পারেন। এক্ষেত্রে পদের নাম, প্রার্থীর জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা ও কোন বিভাগ/ জেলায় কাজ করতে ইচ্ছুক তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
খ) আবেদন পত্রের সাথে (১) সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি। (২) জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি (৩) পরীক্ষার ফি জমাদানের ব্যাংক রশিদের মূলকপি ও (৪) ১০/- টাকার ডাকটিকিট সম্বলিত ১০.৫ ঢ ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম যার উপর প্রার্থীর নাম ও পদের নাম, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিতে হবে। ডাকযোগে ০৫ জানুয়ারী ২০২৩ এর মধ্যে ঢাকা অফিসের ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
৪। বাছাই পরীক্ষা সংক্রান্ত: (ক) ১-৪ নং পদের প্রার্থীর জন্য ৩০০/- টাকা, ৫-৯ নং পদের প্রার্থীর জন্য ২০০/- টাকা ও ১০ নং পদের প্রার্থীর জন্য ১০০/- টাকা পরীক্ষার ফি (অফেরত যোগ্য) বাবদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, কাকলী শাখা, হীপ বাংলাদেশ সোসাইটি, চলতি হিসাব নম্বর ২০৫০৮১০০১০০০০৯২০৭ এ জমা দিতে হবে। (খ) ১ ও ২ নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় হেড অফিসে এবং ৩-১১ নং প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলা শহরে অনুষ্ঠিত হবে। (গ) বাছাই পরীক্ষার সময় সূচী এস.এম.এস/ চিঠির মাধ্যমে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। (ঘ) স্বাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি সাথে নিয়ে আসতে হবে এবং ১ সেট ফটোকপি জমা দিতে হবে। বাছাই পরীক্ষা/স্বাক্ষাৎকারের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা
হবে না।
বিবিধ: (১) ১,৩,৫,৬,৭ ও ৯ নং পদের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য প্রাইভেট কার ও মোটর সাইকেলের ফুয়েলসহ যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। (২) শিক্ষানবীশ কাল ৩ মাস বেতনের ৬০% প্রদান করা হবে (৩) সকল পদের জন্য ৬০% মহিলা কোঠা থাকবে। (৪) পত্রিকা ছাড়াও ) www.heepbd.com ওয়েবসাইডে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | ডাক/কুরিয়ার/সরাসরি |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।