💥হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি 💥
ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৫৪ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ৯টি পদে |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ২১, ২০২২ |
আবেদন শেষঃ | জানুয়ারি ১০, ২০২৩ |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৫.10.2022 খ্রি. তারিখের ৫৯.00,0000, 110, 15.010/17 (অংশ-১)-১২৭ নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) প্রধান কার্যালয় ও এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (RPTI) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (RTC) -সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:
২। আবেদন করার নিয়মাবলী/শর্তাবলীঃ
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
বয়সসীমা 20/12/20122 খ্রি. তারিখে সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র/কন্যা’র (নাতি-নাতনী) বয়সসীমা ১৮-৩০ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা এর স্মারক নং- ০৫,00,0000 190,13,0১৭.২০-১৪৯, ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রি. অনুযায়ী ২৫ মার্চ ২০২০ খ্রি. তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষায় পাশের সনদ/ডিগ্রীর তথ্য উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল ও অসম্পূর্ণ তথ্যাজাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।
উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) এর (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৫ এবং প্রয়োজনবোধে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধির কর্তৃত্ব সংরক্ষণ করেন।
(১) বিস্তারিত তথ্য নিপোর্ট এর ওয়েবসাইটে (www.niport.gov.bd) পাওয়া যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(২) তা ছাড়া নিপোর্টের ওয়েবসাইটে (www.niport.gov.bd) আরপিটিআই ও আরটিসিসমূহের ওয়েব এড্রেস, যোগাযোগ ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। নিপোর্ট প্রধান কার্যালয়সহ উক্ত ৩৫ (পয়ত্রিশ)টি প্রতিষ্ঠানসমূহের নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
যথাযথ কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখেন।
(ঞ) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(৩) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://alljobs.teletalk.com.bd/niport ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online আবেদন পত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ 21/12/2012, সকাল ১০.০০ টা।
Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০/০১/২০২৩, বিকাল ৫.০০ টা।
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রশ্ন ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel) জ্ঞ্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা / খোলা) বা ছবি / স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ( Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি USER ID নম্বর দেয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ থেকে ০৮ এর পদের জন্য ২০০/- টাকা ও টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ (অফেরতযোগ্য) ২২৩/- টাকা এবং ক্রমিক নং ৯ পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা মোট ১১২/- টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS NIPORT <space> USER ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: NIPORT ABCDEF
Reply: Aplicant’s Name, TK 112/- or 223/- will be charged application fee. Your PIN is 12345678. To Pay fee Type NIPORT <space> YES<space>PIN and Send to 16222
দ্বিতীয় SMS NIPORT <space> YES <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: NIPORT YES 12345678
Reply: Congratulation Aplicant’s Name, payment completed succesfully for NIPORT Application for the post of XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি https://alljobs.teletalk.com.bd/niport অথবা নিপোর্ট এর ওয়েব সাইট www.niport.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ফি জমা দেওয়ার পর USER ID এবং Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী রঙিন প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। পরীক্ষার তারিখ, সময় ও ভ্যানু পরবর্তীতে নিপোর্ট। ওয়েবসাইটে (www.niport.gov.bd) ও SMS এর মাধ্যমে জানানো হবে।
শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
NIPORT <space> Help <space> USER <space> USER ID & Send to 16222 নম্বরে
Example: NIPORT Help USER ABCDEF
PIN Number জানা থাকলে
NIPORT <space>Help<space>PIN<space>PIN No & Send to 16222 নম্বরে।
Example: NIPORT Help PIN 12345678
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
(ঞ)বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নিপোর্ট ওয়েব সাইট www.niport.gov.bd এবং https://alljobs.teletalk.com.bd/niport এ পাওয়া যাবে।তাছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.niport.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ট) চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র দাখিল/প্রদর্শণ করতে হবে। ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারন দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল হতে ১২১ এ কল করুন। এ ছাড়াও [email protected] অথবা টেলিটকের জবপোর্টাল যোগাযোগ তা ছাড়া ফেইসবুক ই-মেইলে [email protected] https://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject – Organization Name: NIPORT Post Name ****, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। ৪। আবেদনপত্র গৃহীত হলে উপযুক্ত প্রার্থীর মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১১ অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টনঃ
(ক) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এনালিস্ট, ক্যাশিয়ার (গ্রেড-১), স্টোর কিপার, হাউজ কিপার, ক্যাশিয়ার (গ্রেড-২), এডি অপারেটর এবং অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন, সর্বনিম্ন পাস নম্বর ও সময় বণ্টন নিম্নে বর্ণনা করা হলো:
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।