ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | ৮২৫০-৮৬৭০/= |
পদ সমূহঃ | বাবুর্চি |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ৩, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২০, ২০২০ |
মিনিস্ট্রি অব ডিফেন্স কনষ্ট্যাবিউলারী সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নিম্নলিখিত বেসামরিক পদে লােক নিয়ােগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত অভিজ্ঞতা সম্পন্ন যে কোন জেলা হতে প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ
সকল প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্রে নিজ নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা (পােষ্ট কোডসহ), জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার বিস্তারিত লিখিত বিবরণসহ এবং মােবাইল নম্বর (ব্যক্তিগত ও অভিভাবকের) উল্লেখ পূর্বক নিম্নলিখিত কাগজপত্রাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ক। ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট আকারের রংগীন ছবি। খ। জাতীয়তা সনদপত্র (সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা উল্লেখসহ)। গ।। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি। ঘ। জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ঙ। “এমওডিসি রেকর্ডস প্রাইভেট ফান্ড” হিসাব নম্বর- ০০৫২-০৩১০০০৫৪৩৫, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, রাজেন্দ্রপুর
সেনানিবাস শাখা এর অনুকূলে ২০০/-(দুইশত) টাকা জমা করতঃ জমা রসিদের মূল কপি। চ। দশ টাকা মূল্যের ডাক টিকিটযুক্ত প্রার্থীর ডাক যােগাযােগের বর্তমান ঠিকানা সম্বলিত একটি খাম সংযুক্ত করতে হবে
(ঠিকানায় পােষ্ট কোড অবশ্যই উল্লেখ থাকতে হবে)। ৩। ডাকযােগে আসা/সরাসরি দাখিলকৃত আবেদনপত্র অত্র রেকর্ডস কর্তৃক গ্রহণের শেষ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০। উক্ত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। ৪। মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে ভর্তিকালীন বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
৫। উল্লেখিত পদে নিয়ােগের ক্ষেত্রে মুক্তিযােদ্ধা কোটা, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগােষ্ঠি, আনছার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটা যথাযথ ভাবে সংরক্ষণ করা হবে। ৬া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্ব শাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৭। বাবুর্চি পেশায় দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৮। অসম্পূর্ন এবং ক্রটিপূর্ণ আবেদনপত্র বাতিল ও সংরক্ষণ করার ক্ষেত্রে কোন কারণ দর্শানাে ব্যতিত কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ৯। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকেই কেবলমাত্র ব্যবহারিক পরীক্ষা, ডাক্তারী পরীক্ষা, মৌখিক পরীক্ষা/সাক্ষাতকারের জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার যাতায়াত ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।
আই এস পি আর/বিবিধ /২০২০/২০৫০
২/০২/২০। জি-১৯৭/২০ (৮ x ৪)
কমান্ড্যান্ট এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।