ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২৯ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ১১, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৪, ২০২০ |
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা এর রাজস্ব খাতভূক্ত নিয়ে বর্ণিত শূন্য ও নৰসূতি পদে সশ অম্বল ভিক্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে
শর্তাবলি। ১। আবেদনকারীকে সরকার নির্ধারিত সরকারি দপ্তরের শূণ্যপদে নিয়ােগের জন্য ‘চাকুরির আবেদনের মডেল ফরম” /সাইজ
কাগজে পূরণ পূর্বক স্বাক্ষর সহ আগামী ২৪/০২/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে অফিস সময়ে নিন স্বাক্ষরকারীর সরে গেজতে হবে।
আবেদনপত্রের মডেল ফরম এবং নিয়ােগ বিজ্ঞপ্তিটি বিএলআরআই এর ওয়েব সাইটে (www.blr.gov.bd) পাওয়া যাবে। ২। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২২২০২০খ্রিঃ তারিখে ৩০ (ত্রিশ) বছর হতে হবে। মুক্তিযােদ্ধা কোটায় বয়সসীমা ৩২ হাজ। এস
এস সি /সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ থেকে বয়স গণনা করা হবে। আবেদনপত্রের সাথে আবেদনকারির ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা আর
সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। ৪। মােখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতার মূলকপি, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, স্ব স্ব এলাকার ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানপৌরসভার মেয়রসিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদের মূলকপি উপস্থাপন করতে হবে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্রকননাতিনাতনী হলে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সনদপত্র (সরকারি নির্দেশ অনুযায়ী চলথুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বা প্রতি স্বাক্ষরিত) এবং প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধার প্রমাণকের মূলনি।
মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। ৭। মুক্তিযােদ্ধা কোটাসহ অন্যান্য সকল কোটা সরকারি বিধি মােতাবেক প্রতিপালিত হবে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে গত ০৩১২২০১৯ খ্রিঃ তারিখে দৈনিক ইত্তেফাক” ও “নিউ এজ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নতুন করে আবেদন করার প্রয়ােজন নেই।
অসপুটি আবেদনপত্র বা নিখারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ১০। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোন স্থানে চাকুরি করতে ইচ্ছুক থাকতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ১৯। কপক্ষ যে কোন সময় পরীক্ষা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।