ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৯৩০০-২২৪৯০ |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ৩, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ৩০, ২০২০ |
জেলা ও দায়রা জজ আদালত, জয়পুরহাট-এ নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর | ০৪ (চার) টি | কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন উচ্চ টাকা ৯৩০০-২২৪৯০
মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের (গ্রেড-১৬)
পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিটিটে যথাক্রমে ৩০ (ত্রিশ) ও ২০ (বিশ) শব্দ টাইপ
করার গতিসম্পন্ন। হিসাব রক্ষক
০৪ (চার) টি টাকা ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন উচ্চ নাজির
০৩ (তিন) টি | মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের টাকা ৯৩০০-২২৪৯০
পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৬) জারীকারক
| ০৪ (চার) টি কোন স্বীকৃত বাের্ড হতে অন্ন টাকা ৮৫০০-২০৫৭০
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা। (গ্রেড-১৯)
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক
০৫ (পাঁচ) টি টাকা ৮২৫০-২০০১০ | (গ্রেড-২০)।
৮ম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরী)। টাকা ৮২৫০-২০০১০ | (গ্রেড-২০)।
০২ (দুই) টি
শর্তাবলী: ক) প্রাদুর্ভূত করােনা ভাইরাস (কোভিড-১৯) জনিত কারণে নির্বাচনী প্রক্রিয়ার সকল ধাপে আবশ্যিকভাবে শারীরিক/সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে এবং প্রার্থীকেও শারীরিক/সামাজিক দূরত্ব সহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
খ) আবেদনকারীকে খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সিনিয়র জেলা ও দায়রা জজ, জয়পুরহাট বরাবর আগামী ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযােগে স্বহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত বাংলায় আবেদন
(১) নাম, ২) মাতার নাম, ৩) পিতার নাম, ৪) জন্ম তারিখ, ৫) শিক্ষাগত যােগ্যতা (ডিগ্রীর নাম, পাশের সন ও ফলাফল সহ উচ্চ মাধ্যমিক বা উৰ্ব্ব হলে সর্বশেষ শিক্ষাগত যােগ্যতা), ৬) নিজ জেলার নাম, ৭) মােবাইল নম্বর এবং ৮) পূর্ণ নামের স্বাক্ষর পৌছাতে হবে। সরাসরি আবেদনের ক্ষেত্রে মূল ভবনের ২য় তলাস্থ ২১৫ নম্বর কক্ষে সকাল ০৯:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ করা হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
গ) আবেদনকারীর বয়স ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
ঘ) প্রার্থীকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ সিনিয়র জেলা ও দায়রা জজ, জয়পুরহাট-এর অনুকূলে ১০০ (একশত) টাকার অফেরতযােগ্য পােস্টাল অর্ডার জামানত দাখিল করতে হবে । পােস্টাল অর্ডার ব্যতীত অন্য কোন জামানত গ্রহণযােগ্য নয়। ঙ) চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে (অগ্রিম কপি গ্রহণযােগ্য নয়)।
চ) কোটা ও বয়স সম্পর্কিত সরকার প্রচলিত সর্বশেষ নীতিমালা এবং নিয়ােগ সংক্রান্ত অন্যান্য সরকারী বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। ছ) মৌখিক পরীক্ষার সময় ১ম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক একসেট সত্যায়িত ফটোকপিসহ প্রার্থীকে সকল শিক্ষাগত যােগ্যতা (যদি একাধিক হয়), জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে চারিত্রিক সনদপত্র,
প্রযােজ্য ক্ষেত্রে মুক্তিযােদ্ধা সংক্রান্ত সনদপত্র, পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা স্থানীয় কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। জ) নির্বাচনী পরীক্ষায় হাজির হওয়ার জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ঝ) অসম্পূর্ণ, এটিপূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ঞ) পরবর্তীত পত্রের মাধ্যমে যােগাযােগের ক্ষেত্রে আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০.৫ X ৪.৫ ইঞ্চি সাইজের ১০ (দশ) টাকার ডাকটিকিট সম্বলিত অব্যবহৃত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । ট) আবেদনপত্রের সাথে সদ্যতােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ০৩ (তিন) কপি রঙীন ছবি ও পােস্টাল অর্ডারের মূলকপি ব্যতীত অন্য কোন কাগজপত্র সংযােজনের প্রয়ােজন নেই। ঠ) অত্র বিজ্ঞপ্তি সংশােধন, সংযােজন/বিয়ােজন, পরিবর্তন/পরিবর্ধন এবং বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধর্মীয় আইন
আবেদন প্রক্রিয়াঃ | সরাসরি বা ডাকযােগে স্বহস্তে লিখিত |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।