ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | আলোচনা সাপেক্ষে |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | মার্চ ৫, ২০২০ |
আবেদন শেষঃ | মে ৫, ২০২০ |
০৩ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ বিশেষ নিয়ােগ বিজ্ঞপ্তি-০১ Yoolsefa aferraneo Dhaka Mass Transit Company Limited (DMTCL.)-47 for 379 JETCAT লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত কোম্পানির বেতন ফেলে যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ৬২ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
* চূড়াক্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০৩ (তিন) টি ইনক্রিমেন্ট চাকুরির প্রথমে একত্রে প্রদান করা হবে।
১, প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে আবেদন দাখিল
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
করতে হবে। আবেদন ফরমের নমুনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের website:www.rthd.gov.bd এবং Dhaka
Mass Transit Company Limited (DMTCL)-43 website: www.dmtcl.gov.bd ecote et ২. সুস্বাস্থ্যের অধিকারী যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন। ৩. জুম-১ থেকে ক্রম-৫ এর প্রার্থীদের শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে ৩য় শ্রেণী/বিভাগ এবং সমমানের জিপিএ ফলাফল প্রাপ্তদের
আবেদন করার প্রয়ােজুন নেই।। ৪. আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই মিলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও
সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবেঃ (ক) সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি। (খ) চাকুরীর বিবরণী অথবা আইডি নম্বরসহ Personal Data Sheet (PDS); (গ) জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি; (ঘ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ছায়ালিপি; এবং
(ঙ) সকল প্রশিক্ষণ (প্রযােজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের ছায়ালিপি। ৫. একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদে আবেদন করতে পারবেন। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়ােজনে একই যােগ্যতা
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ও অভিজ্ঞতাসম্পন্ন এবং সকল ধাপে উত্তীর্ণ প্রার্থীকে কোম্পানির একই Pay Grade-এর সমপদে শিক্ষানবিশ হিসেবে নিয়ােগ
করতে পারবে। ৬. ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ক্ৰম-১ থেকে কম-৫ পর্যন্ত প্রার্থীদের ১,৫০০/- (এক হাজার পাঁচশত)
টাকার এবং ক্রম-৬ থেকে ক্রম-১৮ পর্যন্ত প্রার্থীদের ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য)
সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ৭. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযাৰ্মী নিয়ােগ
বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স পণনা করা হবে। বয়সের অন্য কোন প্রমাণক এহণযােগ্য হবে না। ৮. খামের উপর বাম দিকে পদের নাম ও বিশেষ নিয়ােগ বিজ্ঞপ্তি-০১ উল্লেখ করতে হবে। ৯. কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোন অগ্রিম কপি গ্রহণযােপ্য হবে না। ১০. আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত তালিকা প্রশ্ন করা হবে। কেৰুলমাত্র সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের মৌখিক
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পরীক্ষার জন্য ডাকা হবে। ১১. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ১২. চূড়ান্তভাবে মনােনীত প্রার্থীকে কোম্পানির নির্ধারিত চিকিৎসক/চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৩. সৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার মূল কপি
র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং চাকুরীর বিবরণী অথবা আইডি নম্বরসহ Personal Data Sheet (PDS) প্রদর্শন করতে হবে। ১৪. আবেদনপত্র যাচাই-বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ
ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাসবৃদ্ধি করতে পারবে। ১৫. যে কোনাে বা সকল দরখাস্ত বা নিয়ােগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা কোম্পানি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ১৬. কোম্পানি কর্তৃপক্ষ, সরকারী বিধি-বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন কোন শর্ত পরিবর্তন বাঅতিরিক্ত শর্ত সংযােজন করতে
পারবে। কোম্পানি কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগ বিজ্ঞপ্তির আংশিক সংশােধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল
করার ক্ষমতা সংরক্ষণ করে।। ১৭. চূড়ভাবে মনােনীত প্রার্থীকে কোম্পানিতে যােগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও
মুচলেকা সম্পাদন করতে হবে। ১৮. কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগদেশ বাতিল করে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৯. যে কোন ধরণের তদবির বা ব্যক্তিগত যােগাযােগ প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য হবে। ২০. (ক) আবেদনপত্র আগামী ০৫ এপ্রিল ২০২০ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযােপে বা কুরিয়ার
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
সাভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রােড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০’-এর বরাবরে পৌছাতে হবে। (খ) হাতে হাতে কোনাে আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। (গ) প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯” x ৪* আকারের খামের উপরে লিখে বা টাইপ করে উহাতে ১০ টাকা
মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সাথিল করতে হবে। ২১. উপরের ক্রমিক-১ থেকে ক্রমিক-২০ এর শর্তসমূহ পূরণকারী Non-Resident Bangladeshi (NRB) পণও আবেদন করতে
পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে প্রার্থীকে Non-Resident Bangladeshi (NRB) হিসেবে প্রমাণপত্রের স্থায়ালিপি সংশ্লিষ্ট
দলিল কি? ,দলিল সম্পর্কে বিস্তারিত
বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। ২২. প্রথমে ০১ (এক) বৎসরের প্রবেশনে (শিক্ষানবিশকাল) নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মক্ষমতা ও দক্ষতা
সন্তোষজনক না হলে কোন প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন সময় চাকুরি হতে অব্যাহতি দেয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে চাকুরী নিশ্চিত করে পরবর্তী ০২ (দুই) বৎসরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সুস্থতা, কর্মক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তিতে চাকুরি চুক্তি নবায়ন করা যেতে পারে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।