ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | দৈনিক মজুরী ভিত্তিতে |
পদ সমূহঃ | দারােয়ান (পুরুষ), সহকারী কুক (মহিলা) |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১২, ২০২১ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২৮, ২০২১ |
রাজশাহী জেলার অর্ন্তগত মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কর্মজীবী মহিলা হােস্টেল, নতুন বিলসিমলা (মেডিকেল বন্ধ গেটের বিপরীতে) রাজশাহীতে দৈনিক মজুরী ভিত্তিতে অস্থায়ীভাবে একজন দারােয়ান (পুরুষ) ও একজন সহকারী কুক (মহিলা) নিয়ােগের জন্য রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নির্ধারিত ফর্মে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
নির্ধারিত ফরমে লিখিত আবেদন করতে হবে। আবেদন ফরমটি www.rajshahi.gov.bd ওয়েব সাইটে এবং কর্মজীবী মহিলা হােস্টেল, রাজশাহী হতে সংগ্রহ করা যাবে। আগামী ২৮/০১/২০২১ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট সরাসরি জমা দিতে হবে।
প্রার্থির বয়স আগামী ২৮/০১/২০২১ তারিখে অবশ্যই ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। আবেদন পত্রের সাথে নিম্নবর্নিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: (ক) প্রার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ০২ (দুই) কপি।
(খ) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদের (প্রযােজ্য ক্ষেত্রে) সত্যায়িত কপি। (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
(ঘ) আবেদন পত্রের সাথে হােস্টেল সুপার, কর্মজীবী মহিলা হােস্টেল, রাজশাহী অনুকূলে ১০০/-(একশত) টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের সময় আবেদন পত্রের সাথে দাখিলকৃত সকল সনদ/কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। নিয়ােগ ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যােগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদন পত্র গ্রহন বা বাতিলের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
আবেদন প্রক্রিয়াঃ | নির্ধারিত ফরমে লিখিত আবেদন |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।