ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১০ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১৬,০০০-৩৮,৬৪০/- |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১০, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ১৫, ২০২০ |
নিয়ােগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বাের্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্যপদে নিয়ােগের জন্য নির্ধারিত যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
শর্তাবলি। ১. প্রার্থীকে www.dmlc.gov.bd ওয়েবসাইট থেকে চাকরির আবেদন ফরম ডাউনলােড করে নির্ধারিত ফরমে ০৫ (পাচ) কপি পাসপাের্ট সাইজের ছবিসহ
আবেদন করতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। আবেদনের সাথে কোন সনদ/সনদের ছায়ালিপি সংযুক্ত করার প্রয়ােজন
নেই। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণবিলম্বে প্রাপ্ত আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। ২. মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ বরাবর নির্ধারিত ফরমে আবেদনপত্র আগামী
১৫ অক্টোবর ২০২০ তারিখ অফিস চলাকালিন পৌছাতে হবে। এ তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৩. মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ এর অনুকূলে সঞ্চয়ী হিসাব
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
নম্বর-01ii534390544, সােনালী ব্যাংক লিমিটেড, ঢাকা ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখায়, সােনালী ব্যাংক লিমিটেড এর যেকোন শাখা হতে ৫০০/(পঁচশত) টাকা অনলাইনে জমা প্রদানপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ব্যাংক জমা স্লিপ এর স্ক্রল নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে। খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম লিখতে হবে। | প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০১০ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। ক্রমিক নং ১ হতে ৬ এর ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (বিএডসহ) এবং বেতনস্কেল ১২,৫০০- ৩০,২৩০/-টাকা
(বিএড ব্যতীত); ৭নং ক্রমিকের ক্ষেত্রে ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা এবং ৮নং ক্রমিকের ক্ষেত্রে বেতনস্কেল ১২,৫০০-৩০,২৩০/- টাকা প্রদেয় হবে। ৬. আবেদনকারীর সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযােগ্য নয়। ৭. নিয়ােগপ্রাপ্তগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না তবে, ‘কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড’-এর সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া প্রযােজ্য অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। ৮. কেবলমাত্র NTRCA কর্তৃক নিবন্ধনকৃত বৈধ সনদধারীগণ সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। জুনিয়র শিক্ষক পদের ক্ষেত্রে এ শর্ত প্রযােজ্য নয়। ৯. প্রার্থীদের লিখিত, মৌখিক ও পাঠদান পরীক্ষা নেয়া হবে। ১০. চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই
প্রদর্শন করতে হবে। ১১. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।। ১২. নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমণ/দৈনিক ভাতা প্রদান করা হবে না। ১৩. নিয়ােগের ক্ষেত্রে প্রযােজ্য সরকারের প্রচলিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। ১৪. উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বাের্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বদলিযােগ্য। ১৫. নিয়ােগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশােধন/বাতিল/শূন্যপদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
মহাপরিচালক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ক্যান্টনমেন্ট।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।