ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯৩০০-২২৪৯০/= |
পদ সমূহঃ | ড্রাইভার |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ১০, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ১, ২০২০ |
ইমিগ্রেশন ও পাসপাের্ট অধিদপ্তরের নিমােক্ত শূণ্য পদ অস্থায়ীভাবে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে উল্লিখিত শর্ত সাপেক্ষে ছক মােতাবেক দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
শর্তাবলি :
১। আগামী ৩১ মার্চ ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে “মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপাের্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-১২০৭” ঠিকানায়
ডাকযােগে আবেদনপত্র পৌছাতে হবে। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গৃহিত হবে না। ২। আবেদনকারীর বয়স ০১ মার্চ ২০২০ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা সন্তানদের ক্ষেত্রে
বয়সসীমা সর্বোচ্চ ৩২ বৎসর। ৩। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান কোটানীতি অনুসরণ করা হবে। মুক্তিযােদ্ধা/ তাঁদের সন্তানদের মুক্তিযােদ্ধা সংক্রান্ত সনদপত্র/ প্রত্যয়নপত্র
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হতে হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের উপযুক্ত
কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে। ৪। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে কর্মরত প্রার্থীদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
অগ্রিম বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৫। ইউনিয়ন পরিষদ, পৌরসভা/ সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যােগ্যতা, ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতার সনদপত্র এবং সম্প্রতি তােলা ০৬(ছয়) কপি পাসপোের্ট সাইজ ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নামের সীলসহ) কর্তৃক সত্যায়ন করে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে দাখিলযােগ্য কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামের সীল-সহ সত্যায়িত না হলে
আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৬। আবেদনপত্রের সহিত “মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপাের্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-১২০৭” বরাবরে কোড নং ১-৭৩৭৫-০০০০
২০৩১ তে ১০০(একশত) টাকা জমার ট্রেজারি চালানের মূলকপি সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে পােষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার
গ্রহণযােগ্য হবে না। ৭। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
নিয়ােগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ হয়নি এমন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৯। নিয়ােগ পরীক্ষার জন্য কোন ভ্রমণ ভাতা/ দৈনিক ভাতা প্রদান করা হবে না। ১০। খামের উপর বামদিকে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক প্রতিটিতে ১০(দশ) টাকা মূল্যের
ডাকটিকেট যুক্তসহ ০১(এক) টি “ফেরত খাম” আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ১১। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়ােগ প্রক্রিয়া বাতিল/ স্থগিত করার পূর্ণ ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন। ১২। এই বিজ্ঞপ্তিটি ইমিগ্রেশন ও পাসপাের্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dip.gov.bd) তে পাওয়া যাবে এবং উক্ত ওয়েবসাইট হতে
আবেদনপত্র পূরণের নির্ধারিত ছক’ ডাউনলােড করা যাবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।