ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৮২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১০২০০-২৪৬৮০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ২০, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ১৪, ২০২০ |
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, গত ০৮-০৩-২০২০ তারিখে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক সমকাল, দৈনিক পূর্বকোণ, দৈনিক কালেরকণ্ঠ, The Financial Express, ইত্তেফাক, আজাদী, The Independent, দৈনিক আজাদী, দৈনিক যুগান্তর, দৈনিক ভােরের কাগজ, The observer এবং ০৯-০৩-২০২০ তারিখ দৈনিক যায় যায় দিন পত্রিকায় প্রকাশিত ইঞ্জিনিয়ার(ক্রাফট) ও ইঞ্জিন চালক-২য় শ্রেণী, সহকারী গবেষনা কর্মকর্তা/সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী সাব ইন্সপেক্টর এবং নিরাপত্তা রক্ষী পদের প্রকাশিত বিজ্ঞপ্তির অন-লাইন (www.cpa.gov.bd) আবেদনের সময়সীমা নিম্নমতে বর্ধিত করা হলােঃ
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
২। ইতিমধ্যে যারা অন লাইন আবেদন সম্পন্ন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নাই। প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাদি অপরিবর্তিত থাকবে।
সদয় অবগতি ও প্রয়ােজনীয় কার্যাথেঃ
১। সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৩। সকল সদস্য, চবক।
সচিব, চবক – সংশ্লিষ্ট পত্রিকাসমূহে প্রকাশের অনুরােধ করা হলাে। সিষ্টেম এনালিষ্ট, চবক-বিজ্ঞপ্তিটি চবক এর ওয়েবসাইটে প্রকাশের(www.cpa.gov.bd) অনুরােধ করা হলাে। চেয়ারম্যান, চবক মহােদয়ের একান্ত সহকারী, চেয়ারম্যান মহােদয়ের সদয় অবগতির জন্য; গার্ড ফাইল/অফিস কপি।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।