ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | ১৫ গ্রেড |
পদ সমূহঃ | সহকারী শিক্ষক |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২৯, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ১০, ২০২০ |
চিটাগাং ড্রাই ডক লিমিটেড, (বাংলাদেশ নৌবাহিনী), এর নিয়ন্ত্রণাধীন “সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয়” এর জন্য নিম্নবর্ণিত | পদে চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
নিয়মাবলী ঃ ১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২। খামের উপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে । ৩। আবেদনপত্রের সাথে ৩০০ টাকা মূল্যের পে-অর্ডার (অফেরযােগ্য) মহাব্যবস্থাপক (প্রশাসন), সিডিডিএল বরাবর।
৪। আবেদনপত্র প্রতিষ্ঠান হতে সংগ্রহ করা যাবে । এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলােড
করে দরখাস্ত করা যাবে। ঠিকানা www.cddl.gov.bd/available-jobs/ প্রতিষ্ঠানের উক্ত ওয়েবসাইটে ‘Career অপশনে গিয়ে Apply Online অপশন থেকেও সরাসরি আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে পরীক্ষার সময় ০৪ কপি পাসপাের্ট সাইজের ছবি, বাের্ড/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল ডিগ্রির মূল কপি এবং পে অর্ডারের কপি
অবশ্যই সাথে আনতে হবে । ৫। প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সাথে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল প্রকার শিক্ষাগত
যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদ পত্রের (প্রযােজ্য ক্ষেত্রে) অনুলিপি সংযুক্ত করতে হবে,
অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৬। আবেদনপত্রের সাথে সম্প্রতি তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। ৭। যে সকল আবেদনকারীর আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে, তাদেরকে পরীক্ষায়
অংশগ্রহণ করার জন্য অবহিত করা হবে। সিডিডিএল কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যেকোন আবেদনপত্র
বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৮} পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না । ৯। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ১০। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল/প্রত্যাহারের সর্বসত্ত্ব অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ | সংরক্ষণ করেন। বিঃ দ্রঃ- সিডিডিএল সকল চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বিভিন্ন বােনাস, পােশাক, যাতায়াত, বিদেশে প্রশিক্ষণপ্রিমণ, সন্তানদের লেখাপড়ার ভাতা, সহজ শর্তে ঋণসহ প্রভৃতি সুযােগ-সুবিধা প্রদান করে থাকে।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।