ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২০,৮০০/= |
পদ সমূহঃ | সহকারী নগর পরিকল্পনাবিদ |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ৫, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২০, ২০২০ |
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন ও নগরবাসীর সেবারমান বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সর্বসাকুল্য বেতনে নিম্মেবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
শর্তাবলী ঃ
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ৩(তিন) কপি পাসপাের্ট আকারের ছবি, জাতীয়তা, অভিজ্ঞতা, শিক্ষাগতযােগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সংবলিত ডাকটিকিটসহ অব্যবহৃত
একটি খাম সংযুক্ত করতে হবে। ৪।
সরকারি পরিপত্র অনুযায়ী নিয়ােগ কার্যক্রম সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহনের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ দেয়া হবে না। প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত কোন প্রকার কারণ ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের খামের উপরে প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ®_42| তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযােগে অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল ভবনের নীচ তলায় পত্র গ্রহন ডেস্কে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
[email protected] প্রধান নির্বাহী কর্মকর্তা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুলিপি সদয় অবগতি ও নােটিশ বাের্ডে বিজ্ঞপ্তিটি সাঁটিয়ে প্রচারের জন্য প্রেরণ করা হলাে : সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নগর পরিকল্পনাবিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মেয়র মহােদয়ের একান্ত সচিব (মেয়র মহােদয়ের সদয় অবগতির জন্য)। ওঁ। আইটি অফিসার, সার্ভার রুম, সচিবালয় বিভাগ। (বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রচারের অনুরােধসহ)।
জনসংযােগ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উল্লিখিত নিয়ােগ বিজ্ঞপ্তিখানা ১টি জাতীয় ও ১টি স্থানীয় বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় একদিন প্রকাশ করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ জানানাে হল।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।