ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৫ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১০,৫০০/= |
পদ সমূহঃ | ক্রেডিট অফিসার (সিএমএফপি) |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১৯, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ৩০, ২০২০ |
শর্তাবলী সাপেক্ষে নিয়ােগ ও প্যানেল তৈরীর জন্য কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রােগ্রামে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের (নারী ও পুরুষ) নিকট হতে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ স্ব-হস্তেলিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
শর্তাবলীঃ
ক) প্রার্থীর নাম খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ও) বর্তমান ঠিকানা যােগাযােগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) শিক্ষাগত যােগ্যতা জ) ধর্ম ঝ) জাতীয়তা ঞ) যােগাযােগের জন্য মােবাইল নং (ট) দুই (২) জন গন্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা ও আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখসহ সাদা কাগজে স্ব-হস্তে লিখিত নিম্নস্বাক্ষরকারীর বরাবরে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের অনুলিপি, জাতীয়তা সনদপত্রের কপি/জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ও সদ্য তােলা দুই (২) কপি পাসপাের্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত
করে জমা দিতে হবে । ৩. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তি পত্র সংযােজন করে আবেদন করতে হবে।
নিয়ােগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উপযুক্ত মূল্যের নন-জুডিশিয়ালস্ট্যাম্পে প্রার্থীর এলাকার পরিচিত দুইজন গন্যমান্য ব্যক্তিকে নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন’-এ মর্মে
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
৩০০/-টাকার নন-জুডিশিয়ালস্ট্যাম্পে লিখিত প্রদান করতে হবে । | নির্বাচিত প্রার্থীকে ৬ (ছয়) মাসের জন্য শিক্ষানবীশ হিসাবে নিয়ােগ দেয়া হবে। শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করলে স্থায়ী নিয়ােগ দেয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন/ভাতাদি প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীকে নিয়ােগের সময় সকল শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত
(ফেরতযােগ্য) হিসাবে কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে, যা চাকুরীর মেয়াদান্তে ৬% সুদাসলে ফেরতযােগ্য। ৭. ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণে অভ্যস্থদের আবেদন করার প্রয়ােজন নাই।
প্রাথমিক বাছাইয়ের পর কেবল মাত্র উপযুক্ত প্রার্থীর বর্তমান ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে। ৯. ব্যক্তিগত যােগাযােগ বা কারাের মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযােগ্য বলে বিবেচিত হবে। ১০. আবেদন পত্র কেবল মাত্র ডাকযােগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হবে। খামের উপর পদের নাম উল্লেখসহ
আবেদনপত্র আগামী ৩০/৯/২০২০ খ্রি: তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌছাতে হবে। ১১, মহিলা ও আদিবাসী প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। ১২. ক্রটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। ১৩, এই নিয়ােগ বিজ্ঞপ্তি পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ১৪, নিয়ােগ বিজ্ঞপ্তিটি www.caritasbd.org ওয়েবসাইটেও পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়াঃ | স্ব-হস্তেলিখিত দরখাস্ত |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।