ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৭৩ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯৩০০-২২৪৯০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | মার্চ ৮, ২০২০ |
আবেদন শেষঃ | এপ্রিল ৫, ২০২০ |
নিয়ােগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে।
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
অন-লাইনে আবেদন ফরম পূরণের শর্তাবলী ঃ
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট- jobscpa.orgতে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে; অন-লাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ x ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলােবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তােলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ সাইজের স্বাক্ষর আপলােড করতে হবে।
অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সংবলিত তার আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিস্ট্রেশন নম্বর সংবলিত সােনালী ব্যাংকের সােনালী সেবার পে-স্লিপ ডাউনলােড করে প্রিন্ট নিতে হবে। সােনালী ব্যাংকের যে কোন শাখায় (পাের্ট শাখা, চট্টগ্রাম ব্যতীত) উক্ত পে-স্লিপ দিয়ে নিয়ােগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশােধ করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযােগ্য নয়। ১নং ক্রমিকের নিয়ােগ পরীক্ষার ফি ১০০/- (একশত) টাকা এবং ২নং
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ক্রমিকের নিয়ােগ পরীক্ষার ফি ৫০/- (পঞ্চাশ) টাকা; T৪।
আবেদনকারী প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র/সনদ প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অন-লাইন আবেদনের কপি, বয়স ও শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তান এর ক্ষেত্রে প্রয়ােজনীয় সনদপত্রাদি (ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, গেজেটে, সাময়িক সনদ, বামুস সনদ ইত্যাদি) প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির কপি সঙ্গে আনতে হবে। কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
প্রার্থী সংখ্যা বেশী হলে আবেদনকারীদের শিক্ষাগত যােগ্যতা/প্রাপ্ত নম্বর/অন্য কোন নির্ণায়কের ভিত্তিতে শর্ট লিস্ট করতে পারবেন। নিয়ােগের ক্ষেত্রে চবক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; প্রার্থীদের অনলাইন আবেদনের কপি আবিশ্যকভাবে সংরক্ষণ করতে হবে; প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যােগ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে;
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
নিয়ােগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে সকল প্রকার কোটা অনুসরণ করা হবে। অন-লাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন হলে [email protected] ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে। যােগাযােগ করা যাবে; বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে;
মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের আবেদনের ক্ষেত্রে বয়স ৩২ বছর। মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের (নাতি-নাতনি) ক্ষেত্রে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বৎসর। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশােধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে; অন-লাইন আবেদন গ্রহণ শুরুর সময় : ০৫/০৩/২০২০ খ্রি. অন-লাইন আবেদন গ্রহণের শেষ সময় : ০৫/০৪/২০২০ খ্রিঃ রাত ১২-০০টা পর্যন্ত;
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
সােনালী ব্যাংক লিঃ এ ফি জমাদানের শেষ তারিখঃ ০৬/০৪/২০২০ খ্রিঃ। ১৬। নিয়ােগ সংক্রান্ত তথ্যের জন্য কল সেন্টার ১৬৫৬৩ নম্বরে অফিস চলাকালীন সময়ে যােগাযােগ করা যাবে।
দলিল কি? ,দলিল সম্পর্কে বিস্তারিত
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।