ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | নির্ধারিত নয় |
---|---|
বেতন গ্রেডঃ | নির্ধারিত নয় |
পদ সমূহঃ | প্যানেল এডভােকেট |
আবেদন শুরুঃ | জুলাই ৮, ২০২০ |
আবেদন শেষঃ | জুলাই ৩১, ২০২০ |
বাংলাদেশের সকল জেলায় সােনালী ব্যাংক লিমিটেড-এ প্যানেল এডভােকেট হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন আইনজীবীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইন বিষয়ে অনুন স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
জেলা পর্যায়ে অর্থঋণ/দেওয়ানী ও অন্যান্য আদালতে মামলা পরিচালনায় অনুন ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ আদালতে সুপ্রীম কোর্টের অ্যাপীলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন) মামলা পরিচালনায় অভিজ্ঞতা এবং আইনে ডক্টরেট/বার-এটল’ ডিগ্রী অতিরিক্ত যােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিচার বিভাগের কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যদি বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হয়ে বর্তমানে আইন প্রাকটিসে নিয়ােজিত থাকেন, তবে তিনিও প্যানেল আইনজীবী হিসেবে আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন।
মামলা পরিচালনা/প্রতিদ্বন্দিতা ও অন্যান্য আইনগত মতামত প্রদানের জন্য প্রত্যেক প্যানেল আইনজীবী ব্যাংকের অনুমােদিত হারে ‘ফি’ প্রাপ্ত হবেন।
প্যানেলভূক্ত আইনজীবীগনকে ২ (দুই) বছরের জন্য নিয়ােগ করা হবে।তবে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত মেয়াদ হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে।
বর্তমানে ব্যাংকের প্যানেলভূক্ত আইনজীবীগণ যাদের নিয়ােগের মেয়াদ ১৩-০৬-২০২০ তারিখে ২ (দুই) বছর পূর্ণ হয়েছে, তারা পুনঃ নিয়ােগে আগ্রহী হলে তাদেরকে প্যানেলভূক্তির জন্য নির্ধারিত ছকে নতুনভাবে আবেদন করতে হবে।
ঢাকা জেলার জন্য নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে লিগ্যাল ম্যাটার্স ডিভিশন,সােনালী ব্যাংক লিমিটেড,প্রধান কার্যালয়, ঢাকা থেকে নির্ধারিত ফরম (ছক-‘ক’) সংগ্রহ পূর্বক দরখাস্ত এবং তদসংগে সকল শিক্ষাগত যােগ্যতা,পেশাগত অভিজ্ঞতা,বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তি,জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রীম কোর্ট বার এসােসিয়েশনের সনদপত্রের সত্যায়িত কপি ও সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে আগামী ৩১-০৭-২০২০ তারিখের মধ্যে সরাসরি ডেপুটি জেনারেল ম্যানেজার, লিগ্যাল ম্যাটার্স ডিভিশন,সােনালী ব্যাংক লিমিটেড,প্রধান কার্যালয়,ঢাকায় প্রেরণ করতে হবে।
ঢাকা জেলা ব্যতীত অন্যান্য জেলার প্যানেল আইনজীবী হিসেবে নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সােনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস/রিজিওনাল অফিস থেকে সংগৃহীত আবেদনপত্রের নমুনা মােতাবেক (ছক-‘খ’) দরখাস্ত এবং তৎসঙ্গে ৮ নং ক্রমিকে উল্লেখিত সকল সনদপত্রের সত্যায়িত কপি ও সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে স্ব-স্ব জেলার প্রিন্সিপাল অফিস/রিজিওনাল অফিসে আগামী ৩১-০৭-২০২০ তারিখের মধ্যে দাখিল করতে হবে।
১০। প্রিন্সিপাল অফিসরিজিওনাল অফিসকে তাদের কার্যালয়ে দাখিলকৃত দরখাস্ত/আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই করে আবেদনপত্রের নির্দিষ্ট।
স্থানে মতামত/সুপারিশসহ (পুনঃ নিয়ােগের জন্য আবেদনকারী আইনজীবীদের বিগত দুই বছরের পারফরমেন্স উল্লেখপূর্বক) সকল আবেদন পত্র আগামী ১৫-০৮-২০২০ তারিখের মধ্যে লিগ্যাল ম্যাটার্স ডিভিশন,সােনালী ব্যাংক লিমিটেড,প্রধান কার্যালয়, ঢাকায় প্রেরণ করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে গ্রহণ/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। অসম্পূর্ণত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গন্য হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।