ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অপ্রকাশিত |
---|---|
বেতন গ্রেডঃ | ২৫,০০০ টাকা |
পদ সমূহঃ | শাখা ব্যবস্থাপক, সিনিয়র ক্রেডিট |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ১, ২০১৯ |
আবেদন শেষঃ | ডিসেম্বর ৩১, ২০১৯ |
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযােগীতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম এনডিপি কর্তৃক বাস্তবায়িত মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির আওতায় নিম্নলিখিত স্থায়ী পদসমূহের জন্য যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পিকেএসএএফ-র সহযােগি সংস্থায় ক্ষুদ্রঋণ শিক্ষানবীশকালীন মাসিক বেতন ২৫,০০০ টাকা শাখা ব্যবস্থাপক | ৪০ বছর স্নাতক/ স্নাতকোত্তর কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ |(অধিক যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ব্যবস্থাপক ৩৮ বছর স্নাতক/ স্নাতকোত্তর মাসিক বেতন ১৮,০০০ টাকা (শিক্ষানবিশকালীন)। অগ্রাধীকার দেয়া হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের হিসাব রক্ষক ৩৫ বছর বানিজ্যে স্নাতক /স্নাতকোত্তর ‘মাসিক বেতন ১৮,০০০ টাকা (শিক্ষানবিশকালীন)। অগ্রাধীকার দেয়া হবে শিক্ষানবীশকালীন মাসিক বেতন ১৬,০০০ টাকা সিনিয়র ক্রেডিট (শিক্ষানবিশকালীন)। তবে অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের অফিসার ৪০ বছর স্নাতক/ স্নাতকোত্তর অভিজ্ঞতা প্রয়ােজন নেই। বেতন প্রথম ৩ মাস ১২,০০০ টাকা করে প্রদান করা মাসিক বেতন ১৪,০০০ টাকা (শিক্ষানবিশকালীন)। | এইচএসসি। তবে এইচএসসিতে ক্রেডিট অফিসার | ৪০ বছর। অভিজ্ঞতা প্রয়ােজন নেই। তবে অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের বেতন প্রথম ৩ মাস | ৪ পয়েন্ট থাকতে হবে।
১০,০০০ টাকা করে প্রদান করা হবে। উল্লেখিত পদগুলােতে স্থায়ী হলে নিয়মিত বেতন কাঠামাে, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব বােনাস, বৈশাখী ভাতা ও গ্রচুয়টি প্রদান করা হবে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য ১৫,০০০ (ফেরতযােগ্য), সহকারী শাখা ব্যবস্থাপক ও হিসাব রক্ষক পদের জন্য ১২,০০০ ও সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদে ১০,০০০ টাকা জামানত দিতে হবে। আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবন বৃত্তান্ত,শিক্ষাগত যােগ্যতা/কর্ম অভিজ্ঞতার সনদ পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, ভােটার আইডির অনুলিপি, জন্ম সনদের অনুলিপি স্বহস্তে লিখিত দরখাসহ সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবিসহ সিনিয়র ম্যানেজার (মানব সম্পদ ও প্রশাসন), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রােগ্রাম-এনডিপি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ অথবা পােষ্ট বক্স-০২, সিরাজগঞ্জ বরাবরে আবেদনপত্র আগামী ৩০.১২.২০১৯ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য বলা যাচ্ছে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ্য করতে হবে। এখানে উল্লেখ্য যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন প্রকার টি এ ডি এ দেয়া হবে । সকল পদে নিয়ােগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধকিার দেয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।