ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | নির্ধারিত নয় |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | নাবিক ও এমওডিসি |
আবেদন শুরুঃ | মার্চ ৩০, ২০২০ |
আবেদন শেষঃ | এপ্রিল ২২, ২০২০ |
নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি (তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযােগ! আপনিও এ সুযােগ গ্রহণ করুন।
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
এই মর্মে সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২০ ব্যাচের নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি কার্যক্রম আগামী ৩০ মার্চ, ০২ এপ্রিল এবং ২২ এপ্রিল ২০২০ তারিখে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনা এর পরিবর্তে খুলনা জেলার খালিশপুরস্থ নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর-এ অনুষ্ঠিত হবে। ভর্তির অন্যান্য সকল তারিখ অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন WWW.joinnavy.navy.mil.bd।
১। উপযুক্ততা। _ পদের নাম।
| যোগ্যতা ডাইরেক্ট এন্ট্রি [১। শিক্ষাগত যােগ্যতা। সরকার অনুমােদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম আর্টিফিসার-৪র্থ | সিজিপিএ ৩.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমাধারী ও (নৌবাহিনী জাহাজ,
ক। ইঞ্জিনিয়ারিং শাখা – ডিপ্লোমা-ইন-মেরিন টেকনােলজি/মেকানিক্যাল/পাওয়ার।
খ। ইলেকট্রিক্যাল শাখা – ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল। সাবমেরিন ও
গ। রেডিও ইলেকট্রিক্যাল শাখা – ডিপ্লোমা-ইন-ইলেক্ট্রনিক্স। বিএন ডকইয়ার্ডের
ঘ। অর্ডন্যান্স শাখা – ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল। ২। বয়স। ০১ জুলাই ২০২০ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। ৩। বৈবাহিক অবস্থা। বিবাহিত/অবিবাহিত।
৪। বাংলাদেশী পুরুষ নাগরিক। এমই(এস)-২ | ১। শিক্ষাগত যােগ্যতা। এসএসসি (বিজ্ঞান)/সমমানসহ সরকার অনুমােদিত প্রতিষ্ঠান এবং ইএন-২। হতে নিম্নবর্ণিত ট্রেডে ০৬ মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (বিএন | (ভােকেশনাল) ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে ? ডকইয়ার্ডের
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
| ক। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং খ। জেনারেল ইলেকট্রিশিয়ান ২। অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে ০৬ মাসের চাকুরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৩। বয়স। ০১ জুলাই ২০২০ তারিখে ১৭-২৫ বত্সরের মধ্যে হতে হবে। ৪। বৈবাহিক অবস্থা। বিবাহিত/অবিবাহিত।
৫। বাংলাদেশী পুরুষ নাগরিক। ২। শারীরিক যােগ্যতা (ন্যূনতম) সকল পদের জন্য।
ক। উচ্চতা ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪””)। খ। বুকের মাপ ঃ ৭৬-৮১ সেঃ মিঃ (৩০-৩২”) সম্প্রসারণ ৫ সেঃ মিঃ (২”)। গ। ওজন ঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
ঘ। চোখের দৃষ্টি ? ৬/৬। ৩। অযােগ্যতা।
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযােগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে।
খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকুরি থেকে অপসারিত/বহিস্কৃত হলে। ৪। প্রয়ােজনীয় দলিলপত্র।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
ক। শিক্ষাগত যােগ্যতার সনদপত্র। (১) এসএসসি (বিজ্ঞান)/ সমমান এবং এসএসসি (ভােকেশনাল) পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষাবাের্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (২) মূল মার্কশিট/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড। (৩) কোন কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্র বানৌজা তিতুমীরে যােগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে। (৪) পেশাগত ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে।
মূল/সাময়িক সনদপত্র, মূল মার্কশিট (৮ম পর্ব), মূল প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি। (৫) ট্রেড কোর্স সনদপত্র (যার জন্য প্রযােজ্য)। (৬) চাকুরির অভিজ্ঞতা সনদপত্র যা স্ব।
প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত। খ। নাগরিকত সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র (বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)। গ। জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র । ১ম শ্রেণির গেজেটেড অফিসার/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ঘ। অভিভাবকের সম্মতিপত্র। অভিভাবকের সম্মতিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথৰ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। ঙ। ছবি। সদ্য তােলা পাসপাের্ট আকারের প্রার্থীর নিজের ১৫ (পনের) কপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চ। ছাড়পত্র। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে। ছ। টিএ/ডিএ। ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে মেডিকেল, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নির্বাচনের জন্য ন্যূনতম ৬/৭ দিন নিজ খরণে চট্টগ্রামে অবস্থান করতে হবে। ৫। আবেদনপত্র সংগ্রহ।
ক। বাংলাদেশের যে কোন ব্যাংক/ট্রাস্ট ব্যাংকের যে কোন শাখায় গিয়ে “বিএন রিক্রুটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংক লিঃ প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা এর অনুকূলে ২০০/০০ (টাকা দুইশত মাত্র) টাকার (অফেরতযােগ্য) MICR (Magnetic In Character Recognition) পে-অর্ডার সংগ্রহ করা যাবে। উক্ত পে-অর্ডার নিমের যে কোন ঠিকানায় দেখিয়ে আবেদনপ(ফরম (নাবিক)-২) সংগ্রহ করা যাবেঃ
(১) সিএসডি অফিস, বিএন ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রাম। (২) নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, ঢাকা, চট্টগ্রাম খুলনা, মাদারীপুর ও রংপুর। (৩) বানৌজা তিতুমীর (খুলনা), মংলা (বাগেরহাট), ঈসা খান (চট্টগ্রাম) ও শহী মােয়াজ্জম (কাপ্তাই)। (৪) সিজি স্টেশন চাদপুর, পালপাড়া, নিউ ট্রাক রােড, চাঁদপুর। (৫) কোস্টগার্ড বেইজ ভােলা মংলা ও চট্টগ্রাম। (৬) সিজি স্টেশন বরিশাল, পটুয়াখালী, হাতিয়া, পাথরঘাটা, কয়রা, শরণখােলা ও টেকনাফ। (৭
সিজি আউট পােস্ট, রামগতি (লক্ষ্মীপুর)। (৮) সকল জেলা সশস্ত্র বাহিনী বাের্ড (ডিএএসবি) অফিসসমূহ। খ। বিশেষ কারণে কেউ উপরের ঠিকানাসমূহ হতে আবেদনপত্র সংগ্রহে ব্যর্থ হলে ভর্তির দিন ভর্তি কেন্দ্র হতে নগা ২০০/০০ (টাকা দুইশত মাত্র) টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ২০০/০০ (টাকা দুইশত মাত্র। টাকার আবেদনপত্র সংগ্রহের রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। গ। www.joinnavy.navy.mil.bd ওপেন করে Sailors Section Tab এ ক্লিক করলেও নাৰিক ভর্তির আবেদনপপাওয়া যাবে। সেক্ষেত্রে ভর্তি ফরম জমা দেয়ার সময় ২০০/০০ (টাকা দুইশত মাত্র) টাকার পে-অর্ডার আবেদনপত্রে সাথে সংযুক্ত করতে হবে। ৬। ভর্তি পদ্ধতি। বিজ্ঞপ্তি মােতাবেক ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট/কাগজপত্রসহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনােনীত প্রার্থীদের প্রাথমিক নির্বাচন ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭। চাকুরির সুবিধাদি।
ক। বেতন ও ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
খ। অন্যান্য।
(১) বিনামূল্যে পােষাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা। (২) হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা। (৩) অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটি সুবিধা। (৪) চাকুরিকালীন যােগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যােগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযােগ। (৫) চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবীভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভােলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা। (৬) বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশী পাের্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ণ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযােগ । (৭) বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়ােগ প্রাপ্তির সুযােগ। (৮) নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ফুল/কলেজে অধ্যয়নের সুযােগ। (৯) নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। (১০) সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারােগ্য ব্যাধিতে উন্নত
চিকিৎসার প্রয়ােজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা ইত্যাদি। ৮। যেসব জেলার লােক ভর্তি করা হবে। সকল জেলার জন্য উন্মুক্ত। ৯। ভর্তি কেন্দ্র, ভর্তির তারিখ ও পদ। কেন্দ্রের নাম | ভর্তির তারিখ পরীক্ষা।
পদের নাম পিদ সংখ্যা নাবিক
| ২৯ ও ৩০ মার্চ ২০২০ (প্রাথমিক বাছাই) | ডাইরেক্ট এন্ট্রি
| ০১ এপ্রিল ২০২০ (লিখিত পরীক্ষা) আর্টিফিসার-৪র্থ কলােনী-১,
|২৬ জন নিউ মুরিং, | ০২ এপ্রিল ২০২০ (ব্যবহারিক পরীক্ষা)
(নৌবাহিনী জাহাজ,
সাবমেরিন ও বিএন। চট্টগ্রাম | ০৩ এপ্রিল ২০২০ (চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা)
ডকইয়ার্ডের জন্য) ০৪ এপ্রিল ২০২০ (মৌখিক পরীক্ষা) ৩০ ও ৩১ মার্চ ২০২০ (প্রাথমিক বাছাই) । এমই(এস)-২ এবং ০২ এপ্রিল ২০২০ (লিখিত পরীক্ষা)।
০৪ জন
ইএন-২ ০৩ এপ্রিল ২০২০ (ব্যবহারিক পরীক্ষা) (বিএন ডকইয়ার্ডের ০৪ এপ্রিল ২০২০ (চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা) |
০৫ এপ্রিল ২০২০ (মৌখিক পরীক্ষা) ০। বিশেষ দ্রষ্টব্য।
ক। নির্বাচিত প্রার্থীদের ০১ জুলাই ২০২০ তারিখে (পরিবর্তনযােগ্য) বানৌজা তিতুমীর, খুলনায় যােগদান করতে হবে। খ। কৃতি খেলােয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযােগ্য। গ। মুক্তিযােদ্ধার সন্তান/তৃতীয় প্রজন্ম (পুরুষ), আনসার/ভিডিপি এবং ক্ষুদ্র নৃগােষ্ঠি সম্প্রদায়ের প্রার্থী প্রয়ােজনীয় উপযুক্ততা অর্জন করলে সরকার কর্তৃক নির্ধারিত যথাক্রমে ৩০%, ১০% এবং ০৫% কোটায় ভর্তি করা হবে
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইন |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।