ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৪ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২২,০০০-৫৩,০৬০/- |
পদ সমূহঃ | প্রভাষক (রসায়ন), সহকারী শিক্ষক, |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১, ২০২০ |
আবেদন শেষঃ | জানুয়ারি ১১, ২০২০ |
সরকারি বিধি মােতাবেক নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
চাকুরির শর্ত ও অন্যান্য সুযােগ সুবিধা ও সরকারি নিয়মে মূল বেতনের ৫৫% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, চাকুরী স্থায়ী হলে ১০% প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যােগদানের ১ বৎসর পরে মূলবেতনের সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ইনসেনটিভ ভাতাসহ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধাদি প্রদেয়।
আবেদনের নিয়মাবলী ও অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ এর অনুকূলে ক্রমিক নং-১ ও ২ এর জন্য ৮০০/- এবং ক্রমিক নং ৩ ও ৪ এর জন্য ৫০০/- টাকার অফেরতযােগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (সােনালী ব্যাংক/ট্রাষ্ট ব্যাংক লিঃ এর যেকোন শাখা হতে) আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত (মােবাইল ফোন নং সহ), সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি ও খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৯ জানুয়ারি ২০২০ তারিখের ১৪০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযােগে পৌঁছাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
লিখিত পরীক্ষার তারিখ ও আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ১১ জানুয়ারি ২০২০ তারিখ ১০০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এজন্য কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। বিস্তারিত জানতে www.mcpsc.edu.bd এবং মােবাইলঃ ০১৭১২৭২২০৬৮
অধ্যক্ষ ও সদস্য সচিব মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।