ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | গ্রেড-৯ম, গ্রেড-১০ম ,সর্বসাকূল্য বেতন-৩২,৩০০/-২৪,৭০০ / |
পদ সমূহঃ | সহকারী প্রােগ্রামার, প্রশিক্ষক |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ১১, ২০১৯ |
আবেদন শেষঃ | ডিসেম্বর ৭, ২০২০ |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়, যেটি নীতিমালা প্রনয়ন করে এবং মহিলা ও শিশুদের প্রাতিষ্ঠানীকরন ও উন্নয়নমূলক কার্যাবলী রক্ষণাবেক্ষণ করে থাকে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) (২য় সংশােধিত)” শীর্ষক প্রকল্পের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহ প্রকল্প মেয়াদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী মােতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
সহকারী প্রােগ্রামার গ্রেড-৯ম। সর্বসাকূল্য বেতন-৩২,৩০০/
• সরকার অনুমােদিত যে-কোন বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/যে-কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীসহ কম্পিউটার সাইন্স-এ ১ বছর মেয়াদী পােস্ট গ্রাজুয়েশন ডিগ্রী/ সরকার অনুমােদিত যে-কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/BTEB হতে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স/ সমমানের কম্পিউটার সার্টিফিকেট কোর্স, সরকার অনুমােদিত যে-কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রীসহ ৩ বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। • স্টান্ডার্ড প্রােগ্রামিং এ্যাপটিচ্যুড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।বয়সসীমা ৩০ বছর।
প্রশিক্ষক (কম্পিউটার) গ্রেড-১০ম সর্বসাকূল্য বেতন-২৪,৭০০ /
• সরকার অনুমােদিত যে-কোন পলিটেকনিক ইনিস্টিটিউট হতে ৪ অথবা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং/8 বছর মেয়াদী স্নাতক (সাইন্স ব্যাকগ্রাউন্ড) ডিগ্রীসহ সরকার অনুমােদিত যে-কোন প্রতিষ্ঠান/প্রকল্প/ বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাস বা তদুর্ধ্ব মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা কোর্সধারী/সরকার অনুমােদিত যে-কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীসহ ৩ বছর মেয়াদী স্নাতক (সাইন্স ব্যাকগ্রাউন্ড) ডিগ্রীধারী। • স্টান্ডার্ড প্রােগ্রামিং এ্যাপটিচুড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। • বয়সসীমা ৩০ বছর।
শর্তাবলীঃ ০১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mowca.gov.bd) এ আবেদন
ফরম পাওয়া যাবে। আবেদনকারীকে ওয়েব সাইট হতে নিম্নোক্ত আবেদনপত্রের ছক A4 সাইজ কাগজে প্রিন্ট করে খালি ঘরগুলাে স্বহস্তে/টাইপ করে পূরণ করতে হবে। আগামী ০৭/০১/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযােগে “সচিব, মহিলা ও শিশু
বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, কক্ষ নং-৮১১, সচিবালয় লিংক রােড, ঢাকা” এই ঠিকানায় পৌঁছাতে হবে; ০২। আগামী ০৭/০১/২০২০ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার
সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবেনা; ০৩। আবেদনপত্রের সাথে প্রার্থীর সম্প্রতি তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে; ০৪। প্রার্থীদের আবেদনপত্রের সাথে কোন প্রকার ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট প্রযােজ্য হবে না; ০৫। আবেদনপত্রের সাথে ১০ (দশ) টাকা মূল্যের ডাক টিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত ৯”X৪” সাইজের একটি অব্যবহৃত খাম
সংযুক্ত করতে হবে
০৬। খামের উপর অবশ্যই স্পষ্টভাবে প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে;
০৭। চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে;
০৮। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা বা কোনাে ধরনের সনদপত্র দাখিল প্রযােজ্য হবে না;
০৯। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনাে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না;
১০| বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বাতিল/সংশােধন বা সংযােজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
১১। নিয়ােগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
১২। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা;
১৩। কর্তৃপক্ষ কোনাে রূপ কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোনাে সময় নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন;
১৪। প্রার্থীগণকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে প্রবেশপত্র প্রেরণের মাধ্যমে জানানাে হবে;
১৫। যৌতুক নেবনা/দেবনা মর্মে প্রার্থী কর্তৃক একটি অঙ্গীকার নামা আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে;
১৬। আবেদনপত্র বাছাই করে শুধুমাত্র যােগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের
সময় শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
(খালেদা বেগম)।
সিনিয়র সহকারী সচিব
৮১২২০১৭
ফোনঃ ৯৫৫৯৭৭৪ e-mail:[email protected]
আবেদন প্রক্রিয়াঃ | নির্ধারিত ফরমে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।