ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | আলোচনা সাপেক্ষে |
পদ সমূহঃ | প্যানেল আইনজীবী |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ২৮, ২০১৯ |
আবেদন শেষঃ | জানুয়ারি ১৫, ২০২০ |
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলা পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতা করার নিমিত্ত সুপ্রিমকোর্ট বিভাগ/হাইকোর্ট বিভাগের জন্য ০৫ জন, সিভিল আদালতের জন্য ০৩ এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য ০১ জন প্যানেল আইনজীবী নিয়ােগের লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
আবেদনকারীর নাম, পিতা/স্বামী/মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, মােবাইল নম্বর ও বয়স ইত্যাদি উল্লেখসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত। আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে।
আবেদনের সাথে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি দিতে হবে। ৪। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, এসএসসি, এইচএসসি ও এলএলবিসহ শিক্ষাগত
যােগ্যতার সনদপত্রের কপি দিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্যের সনদ/সংশ্লিষ্ট বারের সদস্যের সনদ/পেশাগত সনদ এবং অভিজ্ঞতার সনদপত্রের কপি দিতে হবে। সুপ্রিমকোর্ট বিভাগ/হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কমপক্ষে ০৫ বৎসরের অভিজ্ঞতা
থাকতে হবে ৭। দেওয়ানি আদালতে আইনজীবী হিসেবে কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে ৮। মামলা পরিচালনার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান করা হবে।
অন্য কোন প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়ােজিত থাকলে তা উল্লেখ করতে হবে। ১০। | আবেদনকারীর বয়স ৬০ বৎসরের অধিক হতে পারবে না। ১১। | ২ বৎসরের জন্য প্যানেল আইনজীবী নিয়ােগ করা হবে ১২। | যে আদালতের জন্য আবেদন করবেন সেই আদালতের নাম খামের উপরে এবং আবেদনে উল্লেখ
করতে হবে ১৩। কোন আইনজীবী অব্যাহতি গ্রহণ করতে চাইলে সে ক্ষেত্রে ৩০ (ত্রিশ) দিন পূর্বে নােটিশ প্রদান
করতে হবে। ১৪। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার
| সংরক্ষণ করে। প্যানেল আইনজীবী নিয়ােগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১৫। | আগামী ১৫.০১.২০২০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে যুগ্ম সচিব (আইন), সড়ক পরিবহন
ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ভবন নম্বর-৭, কক্ষ নম্বর-৮১৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদনপত্র পৌছাতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।