ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২১,৮০০/- |
পদ সমূহঃ | ক্যাশিয়ার, হিসাবরক্ষক |
আবেদন শুরুঃ | নভেম্বর ২৫, ২০১৯ |
আবেদন শেষঃ | ডিসেম্বর ২৪, ২০১৯ |
সুরক্ষা সেবা বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন-২ শাখা www.ssd.gov.bd
স্বারক নং-৫৮০০.০০০০.০১২.০২.০০৬.১৯-৭৭০
তারিখ: ১৮/১১/২০১৯ খ্রিঃ।
বিষয়ঃ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ।
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে আপনার প্রচারিত দৈনিক সমকাল পত্রিকায় সংযুক্ত বিজ্ঞপ্তিটি আগামী ২১/১১/২০১৯ খ্রিঃ তারিখে প্রকাশিত সকল সংস্কারণের ভেতরের পৃষ্ঠায় এবং অনলাইন পত্রিকায় ২৯” x ৪” সাইজে প্রকাশের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। প্রকাশিত পত্রিকার ০৩ (তিন) কপি পত্রিকা ও ০৩ (তিন) কপি বিল-ভাইচার নিম্নস্বাক্ষরকারীর বরাবরে প্রেরণের জন্যও অনুরােধ করা হলাে।
সংযুক্তিঃ বর্ণনামতে ০৩ (তিন) পৃষ্ঠা।
(মমাঃ আবুল কালাম তালুকদার)
| উপসচিব।
ফোনঃ ০২-৯৫৭৪৫১৬
ইমেইল: [email protected] ম্যানেজার (বিজ্ঞাপন) দৈনিক সমকাল টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। অনুলিপি ; সদয় অবগতির জন্য।
১। যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মহােদয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২। সচিবের একান্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩। ব্যবস্থাপক (সেলস এন্ড মার্কেটিং), টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাজউক ভবন (১০ম তলা), গুলশান-১, ঢাকা।
(মােঃ আবুল কালাম তালুকদার)
উপসচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ।
প্রশাসন-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা www.ssd.gov.bd
স্মারক নং-৫৮.০০.০০০০.০১২.০২.০০৬.১৯-৭৭৭,
– ০৩ অগ্রহায়ন ১২৪৬ বঙ্গাব্দ তারিখ:
১৮ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
নিয়ােগ বিজ্ঞপ্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি নিয়ােগের লক্ষে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ সংখ্যা। করতে পারবেন ২০১৫ অনুযায়ী) হিসাবরক্ষক ৩০ বৎসর। | ০১টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় | গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বেতন স্কেল: ১১,৩০০ – হতে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির শরিয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ২৭,৩০০/(গ্রেড-১২) স্নাতক পাশ; ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নােয়াখালী, খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। | রাজশাহী, জয়পুরহাট, নাটোর, | ক্যাশিয়ার ৩০ বৎসর। ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় | চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, বেতন স্কেল: ১০,২০০ – হতে বাণিজ্য বিভাগে স্নাতক | দিনাজপুর, লালমনিরহাট, ২৪৬৮০/- (গ্রেড-১৪) ডিগ্রী; নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও,
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। যশাের, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, অফিস সহকারী কাম। | | অনুর্ধ্ব ৩০ | ০৪টি |
ক) স্বীকৃত বাের্ড হতে উচ্চ কুষ্টিয়া, পিরোজপুর, সিলেট, কম্পিউটার মুদ্রাক্ষরিক | বৎসর। তবে | মাধ্যমিক সার্টিফিকেট | মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। গ্রেড: ১৬, বিভাগীয় (এইচএসসি বা সমমানের (স্কেল: ৯,৩০০ – প্রার্থীদের। পরীক্ষায় উত্তীর্ণ; ২২,৪৯০/-) ক্ষেত্রে। খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; বয়সসীমা গ) কম্পিউটারে এম এস ৩৫ বৎসর ওয়ার্ডসহ ই-মেইল, ফ্যাক্স পর্যন্ত পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা শিথিলযােগ্য থাকতে হবে। ঘ) ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যাশ সরকার ৩০ বৎসর | ০১টি ক) কোন স্বীকৃত বাের্ড হইতে জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বেতন স্কেল: ৯,০০০ – বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক | কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ২১,৮০০/- (গ্রেড-১৭) সার্টিফিকেট বা সমমানের কুমিল্লা, রাজশাহী, পাবনা, নওগাঁ, পরীক্ষায় উত্তীর্ণ; নীলফামারী,খুলনা, যশোর,
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, অফিস সহায়ক। | ৩০বৎসর | ০৪টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সুনামগঞ্জ। গ্রেড: ২০ (এসএসসি) বা সমমানের (স্কেল ৮২৫০ – পরীক্ষায় উত্তীর্ণ। ২০,০১০/-)
শর্তাবলী: i)
০১। ০১/১১/২০১৯ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযুদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না; সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে;
০৩। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তিতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে।
০৪। ভুয়া তথ্য ও কাগপত্রাদি দাখিল করলে এবং তা পরবর্তীতে প্রমাণিত হলে নিয়ােগ তাৎক্ষণিকভাবে বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।
০৫। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা, পুত্র/কন্যার পুত্র/কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
০৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১-৪ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
০৭। আবেদপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক.পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://ssd.teletalk.com.bd এই ওয়েবসাইটে
আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০১৯; | ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪ডিসেম্বর ২০১৯ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদপত্রে প্রার্থী তাঁর সদ্য তােলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈৰ্য্য ৩০০ x প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিতস্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। Online আবেদপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূন:পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে দায়ী থাকবেন। প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা যােগ্যতাসম্পন্ন প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s কপি পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Application এর কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ৪-৫ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য। ৫০/-(পঞ্চাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”। প্রথম SMS: SSD<space<User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: SSD ABCDEF Reply: Applicant’s Name, Tk-100/50 will be charged as application fee, Your PIN is 12345678. To pay fee Type SSD Space> Yes<Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: SSD<space<YES<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে Example: SSD YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for SSD Application for (post name) User ID is (ABCDEF) and Password (xXXXXXXX). চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ssd.teletalk.com.bd অথবা সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে www.ssd.gov.bd এবং প্রার্থীর মােবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রেখে নির্দেশনা মােতাবেক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছ, SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। জ, শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রাথীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, * Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID Eat Tec SSD<Space>Help<space<User<Space>User ID & Send to 16222. ii. PIN Number Glat TTG SSD<Space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222. ঝ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে এ যােগাযােগ করবেন। ৮। এ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে নিয়ােগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/সংশােধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ সংক্রান্ত . বিস্তারিত তথ্য অত্রাফিসের ওয়েবসাইটে (www.ssd.gov.bd) পাওয়া যাবে।
(মাে: আবুল কালাম তালুকদার
উপসচিব
সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি।
ফোন: +৮৮০-২-৯৫১৫২২১ 3-67967: [email protected]
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।