ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
পদ সমূহঃ | বােট ড্রাইভার, ওয়ার্কশপ মেকানিক |
আবেদন শুরুঃ | মার্চ ১০, ২০২০ |
আবেদন শেষঃ | এপ্রিল ১৭, ২০২০ |
মেরিন ফিশারিজ একাডেমির অধীনে নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
১। প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।.
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
২। প্রার্থী যদি কোন বিদেশি নাগরিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অথবা কোন বিদেশি নাগরিককে বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি নিয়ােগের অযােগ্য বিবেচিত হবেন।
৩। প্রার্থীর বয়স ১৭/০৪/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রকৃত মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। এ ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
৪। আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এবং মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট Www.mfacademy.gov.bd এর recuitment লিংক হতে download করে সংগ্রহ করা যাবে অথবা একাডেমিতে এসে সরাসরি সংগ্রহ করা যাবে।
৫। আবেদনপত্র আগামী ১৭/০৪/২০২০ তারিখের মধ্যে অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ বরাবরে ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসযােগে পৌঁছাতে হবে। সরাসরি হাতে হাতে কোন আবেদনপত্র গৃহীত হবে না।
৬। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযােগ্য নহে।।
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
৭। বােট ড্রাইভার (সারেং) পদের জন্য এ দপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি নং-৩৩.০৭.০০০০.০০১.১১.০৫৩.৯৫-০৩৮, তারিখ: ১০ জানুয়ারি ২০১৮ এবং
৩৩.০৭.০০০০.০০১.১১.০৫৩.৯৫-১১৯৬, তারিখ: ২৬ নভেম্বর ২০১৮ অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
৮।। নিয়ােগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) ট্রেজারী চালানের মাধ্যমে ১ ৪৪৩২ ০০০১ ২০৩১ কোডে বাংলাদেশ ব্যাংক/সােনালী ব্যাংকে জমা করে
চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৯। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ]
১০। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে।
১১। কর্তৃপক্ষ কোনাে প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।