ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৯২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
পদ সমূহঃ | হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১১, ২০২০ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২৩, ২০২০ |
০৭-১০-২০১৯ খ্রি: তারিখের ৪৬.০০.০০০০.০১৮.০৪.০০১.১৭-৪৩৫নং স্মারকমূলে ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে নােয়াখালী জেলার ৯২ (বিরানব্বই)টি ইউনিয়ন পরিষদে “হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর” এর শূন্য পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ (গ্রেড : ১৬) মােতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের নিমিত্ত নােয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের শর্তাবলী : ১) প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নােয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) সরকারের নির্দেশনা মােতাবেক উক্ত পদের বেতনের ৭৫% সরকারি অনুদান থেকে ও ২৫% ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে নির্বাহ করা হবে। ৩) নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd অথবা www.forms.gov.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, নােয়াখালী-এর www.noakhali.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া আবেদন | ফরমটি জেলা প্রশাসকের কার্যালয়, নােয়াখালী-এর স্থানীয় সরকার শাখা হতেও সংগ্রহ করা যাবে। ৪) জেলা প্রশাসক, নােয়াখালী বরাবর আগামী ২৩-০১-২০২০ খ্রিঃ তারিখ রােজ বুধবার অফিস চলাকালীন (বিকাল ০৫.০০ ঘটিকা) সময়ের মধ্যে ডাকযােগে অথবা | সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়, নােয়াখালী ই-সেবা কেন্দ্রে পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। ৫) খামের উপর মােটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্টাক্ষরে লিখতে হবে। ৬) প্রার্থীর বয়স আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ ২৩-০১-২০২০ খ্রিঃ তারিখে অবশ্যই ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে শহীদ মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধাদের
সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। ৭) সরকারি নীতিমালা মােতাবেক শহীদ মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনির এবং মহিলা/আনসার ভিডিপি/এতিম/শারীরিক প্রতিবন্ধী/উপজাতি প্রার্থীর জন্য
কোটা সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিযুক্ত সুস্পষ্ট সীল থাকতে হবে। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। ৮) আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :
ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০৩ (তিন) কপি ৫x৫ সে.মি. আকার ছবি আবেদন ফরমের নির্ধারিত, স্থানে সংযুক্ত করতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে। খ) প্রার্থীর যােগাযােগের ঠিকানা সংবলিত এবং অব্যবহৃত ১০ (দশ) টাকা মূল্যের ডাকটিকেটযুক্ত ৪.৫ ইঞ্চিx১০ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত নামযুক্ত সীল দ্বারা চারিত্রিক সনদপত্র ।। ঙ) প্রার্থী শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার পােষ্য হলে মুক্তিযােদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত তথ্যাদি পুরণ পূর্বক সনদের সত্যায়িত কপিসহ আবেদন ফরমে দাখিল করতে হবে। মুক্তিযােদ্ধার।
মুক্তিযােদ্ধার নাতি | মুক্তিযােদ্ধার জাতীয় পরিচয়। মন্ত্রণালয়ের নাতনী দাবী করার | উত্তরাধিকারী প্রার্থীর | মুক্তিযােদ্ধার | মুক্তিযােদ্ধার পিতার | মুক্তিযােদ্ধার পত্র জন্ম তারিখ মুক্তিবার্তা সনদ নম্বর ক্ষেত্রে প্রার্থীর | সনদপত্র পােষ্যদের নম্বর ও মন্তব্য নাম | নাম | নাম স্থায়ী ঠিকানা জন্ম সনদ মৃত তারিখ ও জাতীয় পরিচয়পত্র, | ক্ষেত্রে প্রার্থীর পিতা তারিখ মুক্তিযােদ্ধার। স্মারক নম্বর পিতা-মাতার। বা মাতার নাগরিকত্ব ক্ষেত্রে মৃত্যু সনদ জাতীয় পরিচয়পত্র | সনদযুক্ত প্রমাণক গেজেট চ) শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য যােগ্যতার সনদপত্রের ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত)। ছ) যেকোন তফসিলী ব্যাংক হতে “জেলা প্রশাসক, নােয়াখালী”-এর অনুকূলে ৪০০/- (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) সংযুক্ত
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।