ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩৮ জন |
---|---|
বেতন গ্রেডঃ | গ্রেড-১৬ |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ২৫, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ৩১, ২০২০ |
নিয়ােগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২৬/১১/২০১৯ তারিখের ২৫.০০.০০০০.০১৪.১১.০০৫.১৯-৬৮৭ স্মারক এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী স্থাপত্য অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০১। আবেদনকারীকে ৩(তিন) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট জেলার
স্থায়ী বাসিন্দা/নাগরিকত্ব সনদ (নিজ নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত) ইত্যাদির সত্যায়িত ফটোকপি (অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সীলমােহর থাকতে হবে) এবং মুক্তিযােদ্ধা সনদসহ (প্রযােজ্য ক্ষেত্রে) সংযুক্ত নির্ধারিত চাকরির ফরমে “প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০” এর বরাবরে প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত দরখাস্ত আগামী ৩১-০৩-২০২০ খ্রিঃ (মঙ্গলবার) এর
মধ্যে অফিস চলাকালীন স্থাপত্য অধিদপ্তরে পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ের পর সরাসরি বা ডাকযােগে কোনাে আবেদন পত্র গ্রহণ করা হবে না।
০২। আবেদনকারীর বয়স আগামী ০১-০৩-২০২০ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য।
০৩। ক্রমিক নং-০১ থেকে ০৬ পর্যন্ত পদের প্রার্থীগণ ১০০/- (একশত) টাকার এবং ক্রমিক নং-০৭ ও ১২ পদের প্রার্থীগণ ৫০/-(পঞ্চাশ) টাকার ট্রেজারী চালান | কোড নং-“১-৩২৫২-০০০০-২০৩১” এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সােনালী ব্যাংকে জমা করে ট্রেজারী চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত
করতে হবে। এক্ষেত্রে পােস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযােগ্য হবেনা।
০৪। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫। সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যাগণ আবেদন করতে পারবেন।
০৬। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা অথবা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ অথবা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত মুক্তিযােদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের
ফটোকপি দখিল করতে হবে (প্রযােজ্য ক্ষেত্রে)।
০৭। প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপ-পরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
০৮। জেলা কোটা ব্যতীত আবেদনকারী যে কোটায় আবেদন করবেন তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে, যেমন-মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র
কন্যা, আনসার ও ভিডিপি, প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটা ইত্যাদি।
০৯। এতিম প্রার্থীদের বেলায় রেজিষ্টার্ড এতিমখানার নিবাসী হতে হবে এবং এতিমখানার নিবাসী সনদ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক
প্রতিস্বাক্ষরিত হতে হবে।
‘ ১০। যে কোনাে ধরণের তদবির বা দরখাস্তের উপর সুপারিশ প্রার্থীর জন্য অযােগ্যতা বলে বিবেচিত হবে।
১১। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং অনিবার্য কারণে নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২-০৬-২০০৯ ও ০২-০৩-২০১০ তারিখের প্রজ্ঞাপন নং-শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং
শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ (ক) এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে ও | জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
প্রথম বিভাগ | জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম।
| দ্বিতীয় বিভাগ। (খ) অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে ও
| অর্জিত সিজিপিএ | প্রথম বিভাগ/শ্রেণি | দ্বিতীয় বিভাগ/শ্রেণি | তৃতীয় বিভাগ/শ্রেণি7
৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব | ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম | ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম । T ১৪। বিজ্ঞপ্তি এবং আবেদন পত্রের ফরম স্থাপত্য অধিদপ্তরের ওয়েব সাইটে (www.architecture.gov.bd) পাওয়া যাবে।
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।