ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২০ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ৪০০ ওমান রিয়াল |
পদ সমূহঃ | পুরুষ নার্স |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১৭, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ১৩, ২০২০ |
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বােয়েসেল) | (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একটি সরকারি প্রতিষ্ঠান)
চাকরির শর্তাবলি; (১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে মেডিকেল কলেজ ইনিস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ক্লিী/চ্চিপ্লোমাধারী হতে হবে। (২) যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে সাম্প্রতিক দুই (২)
বৎসরের (২০১৭ সাল হতে ২০১৯) কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (৩) প্রাে-মেট্রিক পরীক্ষায় (৬০%) নম্বর নিয়ে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। (৪) কোম্পানি কর্তৃক ডাটা-ফ্লো নিশ্চিত করা হবে। (৫) দৈনিক ১০ (দশ) ঘটা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন । (৬) চাকরির চুক্তি ২ (দুই) বৎসর (নবায়নযােগ্য)। (৭) থাকা, খাওয়া এবং পৱিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কোম্পানি বহন করবে। (৮) চাকরিতে যােগদরে বিমান ভাড়া একং দুই (৯) কার সঙ্কোজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কোম্পানি বহন করবে। (৯) প্রার্থীকে প্রমানে সিঙ্গেল থাকতে হবে। পরিবার নিয়ে যাওয়া যাবে না। (১০) অন্যান্য শর্ত ওমানের শ্রম আইন অনুযায়ী প্রযােজ্য হবে। বােয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য স্থাব্য খরচ। নির্ধাফি দের থে৮েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ সর্বমােট ৫২,৭৪০/-(বায়ান্ন হাজার সাতশত চল্লিশ) টাকা প্রদান করতে হবে। আগ্রহী হবেদের ইংরেজিতে দুই (২) পি জীবন বৃত্তান্ত, পাসপোর্ট এর রঙিন অটোকপি, ickbd Standint. ACLs& BLsসন, বেং সঙ্গ শিক্ষাগত যােতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আবেদন আগামী ১৭/০২/২০২০ তাশ বিকাল ৫ ঘটিকার মধ্যে বেহেলে অফিসের অর্থন কক্ষ সহরি অথবা হেসে বরারব্যবস্থাপনা পরিচালক, বােয়সেল, বাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ এ জমা দেয়ার জন্য অনুরােধ করা হল।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।