ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৬ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২২,০০০-৫৩,০৬০/- |
পদ সমূহঃ | সহকারী প্রকৌশলী, সহকারী প্রােগ্রামার, সহকারী প্রােগ্রামার |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ২৩, ২০১৯ |
আবেদন শেষঃ | জানুয়ারি ১৫, ২০২০ |
বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট (বিআইএএম) ১৯৯১ সালে বিকাশ প্রশাসন ও পরিচালনার ক্ষেত্রে পেশাদার ও কর্মজীবন উন্নয়নের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পরবর্তীতে, ইনস্টিটিউট ২০০২ সালের নভেম্বরে একটি সরকারী রেজুলেশনে ফাউন্ডেশনে রূপান্তরিত করে। এটি বাংলাদেশ প্রশাসনিক পরিষেবা সংস্থার একটি স্ব-অর্থায়িত সহযোগী সংস্থা। বিআইএএম ফাউন্ডেশন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের পাশাপাশি দেশের অন্যান্য সরকারী ও বেসরকারী সংস্থার পেশাগত দক্ষতা, দক্ষতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলক।
শর্তাবলীঃ ক) আবেদন পত্রে প্রার্থীর (১) নাম (2) পিতার নাম (৩) মাতার নাম (৪) স্থায়ী ঠিকানা (৫) বর্তমান ঠিকানা (৬) নিজ জেলা (৭) জন্ম তারিখ (৮) শিক্ষাগত যােগ্যতা (৯) ধর্ম (১০) জাতীয়তা (১১) বৈবাহিক অবস্থা (১২) অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ পূর্বক শিক্ষাগত যােগ্যতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। খ) প্রত্যেক পদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রঃ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব এর মূল সনদপত্র দাখিল করতে হবে। ঘ) সম্প্রতি তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন পত্র আগামী ১৫/০১/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন ,ঢাকা-১২১৭ বরাবর পৌছাইতে হবে। ঙ) ক্রটিপূর্ণ ও অসম্পূর্ন দরখাস্ত কোন কারণ দশার্নো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। চ) চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ছ) খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। জ) ডাক টিকেট যুক্ত ফেরৎ খাম আবেদন পত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। ছ) সরকারী প্রচলিত বিধি মােতাবেক এই নিয়ােগ প্রদান করা হবে। ঝ) যােগ্য প্রার্থীদের লিখিত/ব্যবহারিক পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য পৃথক পত্র দ্বারা জানানাে হবে। ঞ) মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, বরাবর অফেরৎ যােগ্য ৩০০/= টাকার পােস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। ট) লিখিত ব্যবহারিক পরীক্ষা/সাক্ষাঙ্কারের জন্য কোন টি এ / ডি এ দেয়া হবে না। ঠ) কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি সহ নিয়ােগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।