ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | |
পদ সমূহঃ | হার্ডওয়্যার টেকনিশিয়ান, মেশিন অপারেটর |
আবেদন শুরুঃ | জানুয়ারি ৫, ২০২০ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২৩, ২০২০ |
বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র জমা:
বিশ্ববিদ্যালয় ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত বিজ্ঞাপিত পদের আবেদনপত্র ডাকযােগে বা সরাসরি রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় জমা দেওয়া যাবে। ০৩ (তিন) সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে সাদা কাগজে স্বহস্তে (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) আবেদনের শেষ তারিখে বয়স (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) শিক্ষাগত যােগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, বিভাগ উল্লেখসহ) (ট) অভিজ্ঞতা (ঠ) নিজ জেলা (ড) বিশেষ কোটাভুক্ত কিনা (প্রযােজ্য ক্ষেত্রে) (ঢ) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, টাকার পরিমাণ, তারিখ এবং (ণ) জাতীয় পরিচয়পত্রের নম্বর (ত) টেলি/মােবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনের প্রতি কপির সাথে অবশ্যই (ক) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি (খ) সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি (গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি (ঘ) নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের অনুলিপি (চ) অভিজ্ঞতা ও দক্ষতা সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্তৃক সত্যায়িত (নামাংকিত সিলসহ) হতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। প্রার্থীর যােগাযােগের বর্তমান ঠিকানা লিখিত ৭/-(সাত) টাকার ডাকটিকিট যুক্ত ১০x৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফরমের সাথে অবশ্যই “রেজিস্ট্রার, বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর”- এর অনুকূলে জনতা ব্যাংন্দ্রে যে কোন শাখা থেকে প্রতিটি পদের জন্য ৩০০/(তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) জমা দিতে হবে।। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। পরীক্ষার ফল প্রকাশ না হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। বিজ্ঞাপিত পদে নিয়ােগের জন্য প্রয়ােজনে লিখিত পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট তৈরি করে বাছাই বাের্ডের মাধ্যমে সাক্ষাঙ্কার গ্রহণ করা হবে।
সরকার প্রবর্তিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ১০ চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা যে কোন একটি শর্ত শিথিলযােগ্য। খামের উপর অবশ্যই পদের নাম বাম দিকে স্পষ্টাক্ষরে লিখতে হবে।।
ত্রুটিযুক্ত, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।। ১৪ উপরে উল্লিখিত এক বা একাধিক শর্তপূরণ না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে আবেদনপত্র এবং এই নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন, আংশিক বাতিল বা সম্পূর্ণ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। | কোন ধরনের লিখিত বা মৌখিক তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। নিয়ােগ পাওয়ার পর কোন অনৈতিক পন্থা অবলম্বনের অভিযােগ প্রমাণিত
হলে চাকরির যেকোন পর্যায়ে আইনানুগ ব্যবস্থা (চাকরিচ্যুতিসহ) গ্রহণ করা হবে। ১৭. আবেদন ফরম গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২৩ জানুয়ারি ২০২০ বিকাল ০৪:০০টা। উক্ত তারিখের পর কোন আবেদন ফরম গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।