ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৫৭ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১০,২০০-২৪,৬৮০ টাকা |
পদ সমূহঃ | কম্পিউটার অপারেটর, সাটলিপিকা-কাম কম্পিউটার অপারেটর, |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ২৩, ২০১৯ |
আবেদন শেষঃ | জানুয়ারি ২২, ২০২০ |
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (সংক্ষেপে “বিনা”), বাংলাদেশের, পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখার একমাত্র প্রতিষ্ঠান। কৃষিতে পারমাণবিক কৌশলের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা হচ্ছে এই প্রতিষ্ঠানের গবেষণার মূল বিষয়। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহর থেকে ৩ কিলোমিটার দুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। এতে প্রায় ৮০জন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্বরত আছেন। বাংলাদেশের রংপুর, ঈশ্বরদি, মাগুরা, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, শেরপুর, বরিশাল, গোপালগঞ্জ, নোয়াখালীও চাঁপাইনবাবগঞ্জে এটির ১৩টি উপকেন্দ্র রয়েছে।
১। অনলাইনে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখে প্রার্থীর বয়সসীমা (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
ক) সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১৮-৩০ বৎসর;
খ) মুক্তিযােক্তাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮-৩২ বৎসর;
গ) মুক্তিয়ােফানের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮৩০ সর;
ঘ) প্রার্থীর বয়স কম বা বেশি হইলে আবেদনপত্র গ্রহণযােগ্য হইবে না। ২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পঞ্জীক্ষার সময় প্রদর্শন করিতে হইবে। ৩। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি: ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে http://bina.teletalk.com.bd অথবা www.bina.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করিয়া পরীক্ষা ফিসহ online registration কার্যক্রম সম্পন্ন করিতে হইবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করিলে ‘বিনা নিয়ােগ ২০১৯’ এর বিজ্ঞপ্তি,
বলি এবং নির্ধারিত Application Form এর লিংক দৃশ্যমান হইবে। Application Form এই লিংক এ ক্লিক করিলে বিভিন্ন পদের রে৯ি৫ বাটন দৃশ্যমান হইবে। রেডিও বাটন সিলেক্ট করিয়া Next বাটনে ক্লিক করলে Application Form পাতায় প্রবেশ করা
i) আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার রুর তারিখ ও সময়ঃ ২৩-১২-২০১৯খ্রি, সকাল ১০:০০ ঘটিকা থেকে ii) আবেদনপত্র পূরণ পূর্বক জমা দেওয়ার শেষ তারিখ ও সময়ঃ ২২-০১-২০২০খ্রি, বিকাল ৫:০০ ঘটিল পর্যন্ত ডেক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় হইতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে
আবেদন ফি জমা দিতে পারিবেন; খ) অনলাইন আবেদনপত্র প্রার্থী তীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি।দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্কানি করিয়া Upload করিবেন; গ) অনলাইন আবেদনপত্র পূরণ হাই যেহেও পরবর্তী সকল কার্যক্রনে ব্যবহৃত হইবে, সেইহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই গণত
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিতে শতভাগ নিশ্চিত হইবেন; ঘ) অনলাইনে আবেদনপত্র যথাভাবে পূরণ করিয়া নির্দেশনামতে প্রার্থীর ছবি ও স্বাক্ষর Upload করিয়া আবেদনপত্র Submit করা সম্পন্ন হইলে কম্পিউটারে
ছবিসহ Application preview দেখা যাইবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করিবার পর প্রার্থীর User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাওয়া যাইবে। Applicant’s copy টি Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করিয়া পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করিবেন; ৪) প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করিয়া প্রার্থী যে কোন Teletalk pre-paid মোবাইল নাম্বারের মাধ্যমে SMS কৰিীয়া আবেদন ফি বাবদ ১১২. (একশত বারে) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘটার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া Submit করা হইলেও আবেদন ফি
জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রটি কোন ভাবেই গৃহীত হইবে না; ৮) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bina.teletalk.com.bd ওয়েব সাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এ মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। অনলাইন আবেদপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযােগ সম্পন্ন করা হইবে বিধায় উক্ত নাম্বারটি
সার্বক্ষণিক সড়ল রণি, SMS পড়া এবং প্রাপ্তি নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাহনীয়; হ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করিয়া পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, জুৰি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি
তথা সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রান Print সংরক্ষণ করিনে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হইলে | মৌখিক পরীক্ষার সময় অবশই প্রদর্শন করিবেন। ৪। প্ৰাহ যেখ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হইলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থী বাতিলসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হইলে পরীক্ষায় উজ্জীন যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করিবার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করিয়া সত্যায়িত ফটোকপিঅনুলিপি দাখিল করিতে হইবে; ক) প্রার্থীর সকল শিক্ষাগত যােগাহার সনদপত্র (প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ]; জ) প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক ০১ কপি চারিত্রিক সন; গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপৌরসভার মেয়কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র; ঘ) মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপ্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি:
) জাতীয় পরিচয়পত্র/জন্মসন; চ) ক্রমিক নং ৮ এর প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স;
হ) অনলাইন -এ পূরণকৃত আবেণন পত্রের কপি (Applicant’s copy)। ৫। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ওয়েবসাইটে (www.bina.gov.bd) পাওয়া যাইবে। ৬। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিতে চান্তভাবে প্রার্থী নির্বাচন করা হইবে। ৭। নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার সরকারি বিধি-বিধান অনুসরণ করা হইবে। ৮। নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। ৯। কতপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করিবার অধিকার সংরক্ষণ করিবেন। ১০। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণে জন্য প্রার্থীকে কোন প্রকায় টিএ/ডিএ প্রদান করা হইবে না।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।